ক্রীড়া ডেস্ক : আজ বুধবার একমাত্র টেস্ট ম্যাচে মুখোমুখি হবে জিম্বাবুয়ে ও বাংলাদেশ ক্রিকেট দল। এ ম্যাচের আগে জোড়া ধাক্কা খেল স্বাগতিক জিম্বাবুয়ে দল। করোনাভাইরাসের সতকর্তাস্বরূপ একমাত্র টেস্ট ম্যাচটিতে খেলতে পারবেন না দলের অন্যতম দুই অভিজ্ঞ তারকা শন উইলিয়ামস ও ক্রেইগ আরভিন। যার ফলে এখন অধিনায়কও বদলে ফেলতে হয়েছে তাদের। শন উইলিয়ামসকে অধিনায়ক করে ২০ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছিল জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড। কিন্তু এখন তিনি খেলতে পারবেন না। তাই একমাত্র টেস্টে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে আরেক অভিজ্ঞ খেলোয়াড় ব্রেন্ডন টেলরকে। গতকাল মঙ্গলবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এ খবর নিশ্চিত করেছেন জিম্বাবুয়ে দলের মিডিয়া ম্যানেজার ডার্লিংটন মাজোঙ্গা। তিনি জানিয়েছেন, এখন আলাদা ঘরে বন্দী অবস্থায় আইসোলেশনে রয়েছেন ক্রেইগ আরভিন ও শন উইলিয়ামস। সম্প্রতি উইলিয়ামস ও আরভিনের পরিবারের সদস্যদের মধ্যে ধরা পড়েছে করোনাভাইরাসের উপস্থিতি। যাদের কাছাকাছি সংস্পর্শে ছিলেন জিম্বাবুয়ের এ দুই ক্রিকেটার। তাই সরকারি নীতিমালা মেনে এখন তাদের থাকতে হচ্ছে আইসোলেশনে আর ক্রিকেট দলের দায়িত্ব পেয়েছেন ব্রেন্ডন টেলর।
জিম্বাবুয়ের টেস্ট স্কোয়াড
রেগিস চাকাভা, চিসুরু তেন্দাই, চিভাঙ্গা তানাকা, ব্রেন্ডন টেলর (ভারপ্রাপ্ত অধিনায়ক), গাম্বি জয়লর্ড, লুক জঙ্গি, কাইয়া রয়, কাইতানো তাকুজওয়ানাসা, কেভিন কাসুজা, তিমিসেন মারুমা, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারবানি, মায়ার্স ডায়ন, রিচার্ড এনগারাভা, নিয়াচি ভিক্টর, সাম্বা মিলটন, ডোনাল্ড তিরিপানো, তেন্দাই চাতারা।
আলাদা ঘরে বন্দি জিম্বাবুয়ের দুই তারকা, অধিনায়ক বদল
জনপ্রিয় সংবাদ