বিনোদন ডেস্ক: মডেল-অভিনেত্রী জয়া আহসান। গ্ল্যামার ও অভিনয় গুণে অনেক আগেই দর্শক, সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। সেরা অভিনেত্রী হিসেবে পেয়েছেন চারবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ওপার বাংলাতেও রয়েছে জয়ার সুখ্যাতি। সেখানেও পেয়েছেন সম্মাননা। স্যোশাল মিডিয়াতে সরব জয়া নিয়মিত ছবি পোস্ট করে চমকে দেন নেটিজেনদের। সম্প্রতি বেনারসি শাড়িতে ধরা দিয়েছেন জয়া। যা দেখে মুগ্ধতা প্রকাশ করছেন নেটিজেনরা। ফেসবুকে বেশ কিছু ছবি পোস্ট করেছেন জয়া। তাতে দেখা যায়, নদীর ঘাটে দাঁড়ানো অভিনেত্রী জয়া আহসান। সিঁড়িতে আবির ফেলা। অন্য ছবিতে নদীর জলে পা ডুবাতেও দেখা যায় জয়াকে। ছবিগুলোর ক্যাপশনে এই অভিনেত্রী লেখেন, “আমি রক্তাক্ত, আমি ব্যথিত; তুমি আমাকে দেখ, ইচ্ছে না করলে দেখবে না। তুমি চাইলে আমি অদৃশ্য হব, সাগরের ওপারে চলে যাব।”
জয়াকে এমন লুকে দেখে নেটিজেনরা নানা ধরেনের মন্তব্য করছেন। একজন লেখেন, “দিন যত যাচ্ছে, বয়স কমছে জয়ার।” আরেকজন লিখেছেন, “শুভ সকাল ১৩ বছরের যুবতী আপা।” বিস্ময় প্রকাশ করে অন্য একজন লেখেন, “সেই ছোটবেলা থেকে দেখছি, একইরকমের আছেন জয়া আহসান।” নেদারল্যান্ডসের রটারড্যাম আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জায়গা করে নিয়েছে জয়া আহসান অভিনীত কলকাতার ‘পুতুল নাচের ইতিকথা’ সিনেমা। সম্প্রতি সেখানে যোগ দিতে উড়ে গিয়েছেন এই অভিনেত্রী।