ঢাকা ০৯:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১১ অগাস্ট ২০২৫

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, মৃত বেড়ে ৩৮

  • আপডেট সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২
  • ৯৩ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : ভয়াবহ দাবানলে জ্বলছে আফ্রিকার দেশ আলজেরিয়া। এখন পর্যন্ত দেশটিতে দাবানলে নিহত বেড়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত দশ জন শিশু। তবে এরই মধ্যে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
আলজেরীয় প্রশাসন জানিয়েছে, দাবানলে দুই শতাধিক লোক আহত হয়েছেন। এছাড়া মৃত ৩৮ জনের বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চল আল তরেফ ও সেতিফ প্রদেশের বাসিন্দা। দমকলকর্মীরা হেলিকপ্টার নিয়ে নজর রেখে চলেছেন। এসব দাবানলের কোনোটি ইচ্ছকৃতভাবে সৃষ্টি কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আলজেরিয়ার বিচার বিভাগ।
আলজেরিয়ার টেলিভিশনে দেখা গেছে, মানুষ তাদের পোড়া বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, নারীরা তাদের কোলে শিশুদের নিয়ে ঘরবাড়ি ছাড়ছে।
গত বছর দাবানলে বিশাল ক্ষয়ক্ষতি হওয়ার পরও এমন ঘটনা মোকাবেলা করতে কর্তৃপক্ষ অবকাঠামোগত কোনো উন্নয়ন করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস বৃহস্পতিবার বিকেলে বলেছে যে, ১,৭০০ দমকলকর্মী আগুন নেভানোর জন্য লড়াই করছে। সাউক আহরাসের পাহাড়ী এলাকার একজন সাংবাদিক এএফপিকে বলেছেন যে, কাছাকাছি একটি বনে একটি বিশাল অগ্নিকা- অর্ধ মিলিয়ন মানুষের শহরে আতঙ্ক ছড়িয়েছে। সেখানকার একটি হাসপাতাল থেকে শতাধিক নারী ও ১৭ শিশুকে সরিয়ে নিতে হয়েছে। দৃশ্যগুলি গত বছরের বৃহৎ আকারের দাবানলের পুনরাবৃত্তির আশঙ্কার উদ্রেক করছে। সে সময় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া পুড়ে ছাই হয়ে গিয়েছিল এক লাখ হেক্টর বন ও কৃষিজমি।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলজেরিয়ায় ভয়াবহ দাবানল, মৃত বেড়ে ৩৮

আপডেট সময় : ০২:০৭:৫২ অপরাহ্ন, শনিবার, ২০ অগাস্ট ২০২২

বিদেশের খবর ডেস্ক : ভয়াবহ দাবানলে জ্বলছে আফ্রিকার দেশ আলজেরিয়া। এখন পর্যন্ত দেশটিতে দাবানলে নিহত বেড়ে অন্তত ৩৮ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে অন্তত দশ জন শিশু। তবে এরই মধ্যে দাবানল অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে দেশটির প্রশাসন।
আলজেরীয় প্রশাসন জানিয়েছে, দাবানলে দুই শতাধিক লোক আহত হয়েছেন। এছাড়া মৃত ৩৮ জনের বেশিরভাগই দেশটির পূর্বাঞ্চল আল তরেফ ও সেতিফ প্রদেশের বাসিন্দা। দমকলকর্মীরা হেলিকপ্টার নিয়ে নজর রেখে চলেছেন। এসব দাবানলের কোনোটি ইচ্ছকৃতভাবে সৃষ্টি কি না তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আলজেরিয়ার বিচার বিভাগ।
আলজেরিয়ার টেলিভিশনে দেখা গেছে, মানুষ তাদের পোড়া বাড়ি থেকে পালিয়ে যাচ্ছে, নারীরা তাদের কোলে শিশুদের নিয়ে ঘরবাড়ি ছাড়ছে।
গত বছর দাবানলে বিশাল ক্ষয়ক্ষতি হওয়ার পরও এমন ঘটনা মোকাবেলা করতে কর্তৃপক্ষ অবকাঠামোগত কোনো উন্নয়ন করেনি বলে অভিযোগ করেছেন স্থানীয়রা। ফায়ার সার্ভিস বৃহস্পতিবার বিকেলে বলেছে যে, ১,৭০০ দমকলকর্মী আগুন নেভানোর জন্য লড়াই করছে। সাউক আহরাসের পাহাড়ী এলাকার একজন সাংবাদিক এএফপিকে বলেছেন যে, কাছাকাছি একটি বনে একটি বিশাল অগ্নিকা- অর্ধ মিলিয়ন মানুষের শহরে আতঙ্ক ছড়িয়েছে। সেখানকার একটি হাসপাতাল থেকে শতাধিক নারী ও ১৭ শিশুকে সরিয়ে নিতে হয়েছে। দৃশ্যগুলি গত বছরের বৃহৎ আকারের দাবানলের পুনরাবৃত্তির আশঙ্কার উদ্রেক করছে। সে সময় ভয়াবহ দাবানলে কমপক্ষে ৯০ জনের মৃত্যু হয়েছিল। এছাড়া পুড়ে ছাই হয়ে গিয়েছিল এক লাখ হেক্টর বন ও কৃষিজমি।