ক্রীড়া ডেস্ক: প্রথমবারের মতো আলজেরিয়া জাতীয় দলে ডাক পেয়েছেন ফ্রান্সের কিংবদন্তি ফুটবলার জিনেদিন জিদানের ছেলে লুকা জিদান। ২০২৬ ফিফা বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জনের খুব কাছাকাছি রয়েছে আলজেরিয়া।
আফ্রিকান অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে ৯ অক্টোবর সোমালিয়া ও ১৪ অক্টোবর উগান্ডার মুখোমুখি হবে আলজেরিয়া। আসন্ন ম্যাচ দুটির জন্য বৃহস্পতিবার ২৬ সদস্যের দল ঘোষণা করেছেন আলজেরিয়ার কোচ ভ্লাদিমির পেতকোভিচ।
২৭ বছর বয়সি লুকা জিদান একজন গোলকিপার। তিনি ফ্রান্সের হয়ে যুব দলে খেলেছেন, তবে কখনো সিনিয়র জাতীয় দলে খেলেননি। তার বাবার পারিবারিক সূত্র ধরে লুকা জিদান আলজেরিয়ার হয়ে খেলার যোগ্যতা অর্জন করেন। দুই সপ্তাহ আগে জিদানের ছেলেকে দেশের প্রতিনিধিত্ব পরিবর্তনের অনুমতি দেয় ফিফা।
লুকা আগে স্প্যানিশ ক্লাব রেয়াল মাদ্রিদের হয়ে খেলতেন, যখন তার বাবা জিনেদিন জিদান সেই দলের হেড কোচ ছিলেন। বর্তমানে লুকা স্পেনের দ্বিতীয় বিভাগের দল গ্রানাদার হয়ে খেলছেন।
বিশ্বকাপ বাছাইয়ে আলজেরিয়া ‘জি’ গ্রুপের শীর্ষ দল। দুইয়ে থাকা উগান্ডার চেয়ে চার পয়েন্টে এগিয়ে। আগামী সপ্তাহে দুই ম্যাচের যেকোনো একটিতে জিতলেই বিশ্বকাপের টিকিট নিশ্চিত হয়ে যাবে আলজেরিয়ার।
আলজেরিয়া এখন পর্যন্ত চারটি বিশ্বকাপ খেলেছে এবং সর্বশেষ ২০১৪ সালে তারা শেষ ষোলোতে পৌঁছেছিল।
জিনেদিন জিদান ফ্রান্সের জার্সিতে তিনটি বিশ্বকাপ খেলেছেন। ১৯৯৮ সালে ফ্রান্সে অনুষ্ঠিত বিশ্বকাপে শিরোপা জিতেছিলেন এবং ২০০৬ সালে ফাইনালে হেরে যান। সেই ফাইনালে অতিরিক্ত সময়ে ইতালির ডিফেন্ডার মার্কো মাতেরাজ্জিকে মাথা দিয়ে আঘাত করার কারণে তিনি লাল কার্ড দেখেছিলেন। বিশ্বকাপ ইতিহাসের অন্যতম স্মরণীয় ঘটনার পর আর খেলোয়াড়ি জীবনের ইতি টানেন জিদান।
ওআ/আপ্র/০৩/১০/২০২৫