ঢাকা ০২:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

আলকারাসকে চমকে দিয়ে বার্সেলোনায় চ্যাম্পিয়ন হোলগা রুন

  • আপডেট সময় : ০১:২৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫
  • ২ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: ফাইনালে ওঠার পথে একটিও সেট না হারা কার্লোস আলকারাস শিরোপা লড়াইয়ের মঞ্চে এসে নিজেকে যেন হারিয়ে ফেললেন। অসাধারণ পারফরম্যান্সে শৈশবের বন্ধুকে হতবাক করে দিয়ে বার্সেলোনা ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন হোলগা রুন। রোববার রাতের ফাইনালে প্রথম সেটে দুর্দান্ত লড়াই হয়। এটিপি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এবং এখানে সেরা বাছাই আলকারাসের চোখে চোখ রেখে লড়াই করে এগিয়ে যান রুন। পরের সেটে অবশ্য তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা। ৭-৬ (৮-৬), ৬-২ গেমের জয়ে চ্যাম্পিয়ন হন ২১ বছর বয়সী ডেনিশ খেলোয়াড় রুন। দুই বছরের মধ্যে প্রথম কোনো এটিপি ট্যুর শিরোপা জিতলেন রুন, আর ২০২২ সালের প্যারিস মাস্টার্সের পর প্রথম বড় ট্রফি।

অসুস্থতার কারণে গত সপ্তাহে মন্টে কার্লো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো রুন চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, রোলা গারোঁর অলিম্পিক ফাইনালে আলকারাসের বিপক্ষে নোভাক জোকোভিচের জয় থেকে প্রেরণা পেয়েছেন তিনি। “আমি নিজেকে বললাম, ঠিক আছে, তাকে (আলকারাস) হারানোর সময় নোভাক কী করেছিল? মনের মধ্যে অলিম্পিক ফাইনালের ছবিটা আনলাম এবং ভাবলাম ওই ধরনে খেলা যাক, সত্যিই তাকে অনেক বল খেলিয়েছি।” “প্রয়োজনের সময়ে যেভাবে আমি শান্ত থেকে (লড়াই করেছি), তাতে আমি খুব খুশি। আর যখন দরকার পড়েছে, তখন আমি সাহসীও ছিলাম।”

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আলকারাসকে চমকে দিয়ে বার্সেলোনায় চ্যাম্পিয়ন হোলগা রুন

আপডেট সময় : ০১:২৮:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫

ক্রীড়া ডেস্ক: ফাইনালে ওঠার পথে একটিও সেট না হারা কার্লোস আলকারাস শিরোপা লড়াইয়ের মঞ্চে এসে নিজেকে যেন হারিয়ে ফেললেন। অসাধারণ পারফরম্যান্সে শৈশবের বন্ধুকে হতবাক করে দিয়ে বার্সেলোনা ওপেনের ট্রফি উঁচিয়ে ধরলেন হোলগা রুন। রোববার রাতের ফাইনালে প্রথম সেটে দুর্দান্ত লড়াই হয়। এটিপি র‌্যাঙ্কিংয়ের দুই নম্বর খেলোয়াড় এবং এখানে সেরা বাছাই আলকারাসের চোখে চোখ রেখে লড়াই করে এগিয়ে যান রুন। পরের সেটে অবশ্য তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতায় গড়তে পারেননি চারটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী স্প্যানিশ তারকা। ৭-৬ (৮-৬), ৬-২ গেমের জয়ে চ্যাম্পিয়ন হন ২১ বছর বয়সী ডেনিশ খেলোয়াড় রুন। দুই বছরের মধ্যে প্রথম কোনো এটিপি ট্যুর শিরোপা জিতলেন রুন, আর ২০২২ সালের প্যারিস মাস্টার্সের পর প্রথম বড় ট্রফি।

অসুস্থতার কারণে গত সপ্তাহে মন্টে কার্লো টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানো রুন চ্যাম্পিয়ন হওয়ার পর বলেন, রোলা গারোঁর অলিম্পিক ফাইনালে আলকারাসের বিপক্ষে নোভাক জোকোভিচের জয় থেকে প্রেরণা পেয়েছেন তিনি। “আমি নিজেকে বললাম, ঠিক আছে, তাকে (আলকারাস) হারানোর সময় নোভাক কী করেছিল? মনের মধ্যে অলিম্পিক ফাইনালের ছবিটা আনলাম এবং ভাবলাম ওই ধরনে খেলা যাক, সত্যিই তাকে অনেক বল খেলিয়েছি।” “প্রয়োজনের সময়ে যেভাবে আমি শান্ত থেকে (লড়াই করেছি), তাতে আমি খুব খুশি। আর যখন দরকার পড়েছে, তখন আমি সাহসীও ছিলাম।”