ঢাকা ০২:৩১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫

আর ১০০ রান করতে পারলে ম্যাচটি ভিন্ন হতো : মুমিনুল

  • আপডেট সময় : ০২:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
  • ১৬৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে ৪৪ রান লিড থাকার পরেও শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২০২ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। যা মাত্র ২ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলেছে বাবর আজমের দল। লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৩০ রান পর্যন্ত গিয়েছিল বাংলাদেশের দলীয় সংগ্রহ। দ্বিতীয় ইনিংসেও লিটন খেলেন ৫৯ রানের ইনিংস। কিন্তু বাকিদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র ১৫৭ রানে। যা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের মতে, আর ১০০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারতো। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মুমিনুল বলেছেন, ‘(দ্বিতীয় ইনিংসেও) উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমরা যদি ১০০ রান বেশি করতে পারতাম তাহলে খেলাটি ভিন্ন হতে পারতো।’ ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপঅর্ডার। প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসে প্রথম ৪ উইকেট পড়েছে মাত্র ২৫ রানে। মুমিনুলও ম্যাচ হারের দায় দিয়েছেন দুই ইনিংসের শুরুর ঘণ্টাকে। যেখানে অল্পেই ফিরে গেছেন টপঅর্ডার ব্যাটাররা। মুমিনুলের ভাষ্য, ‘আমার মতে, দুই ইনিংসেই প্রথম ঘণ্টায় আমরা ম্যাচটি হেরে গেছি। প্রথম ইনিংসে মুশফিক ও লিটন খুব ভালো খেলেছে। তারা দারুণ জুটি গড়েছে। দ্বিতীয় ইনিংসে… আমার মতে প্রথম চার ব্যাটারকে এগিয়ে আসতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের শক্তির জায়গা ব্যাটিং। এই জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে নতুন বলের বিপক্ষে। তবে হাসান আলি ও শাহিন আফ্রিদিও ভালো বোলিং করেছে।’

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আর ১০০ রান করতে পারলে ম্যাচটি ভিন্ন হতো : মুমিনুল

আপডেট সময় : ০২:৩৮:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১

ক্রীড়া প্রতিবেদক : প্রথম ইনিংসে ৪৪ রান লিড থাকার পরেও শেষ পর্যন্ত ৮ উইকেটের বড় ব্যবধানে হেরে গেছে বাংলাদেশ দল। ব্যাটারদের ভয়াবহ ব্যর্থতায় দ্বিতীয় ইনিংসে পাকিস্তানকে ২০২ রানের বেশি লক্ষ্য দিতে পারেনি স্বাগতিকরা। যা মাত্র ২ উইকেট হারিয়েই ছুঁয়ে ফেলেছে বাবর আজমের দল। লিটন দাস ও মুশফিকুর রহিমের ব্যাটে ভর করে প্রথম ইনিংসে ৩৩০ রান পর্যন্ত গিয়েছিল বাংলাদেশের দলীয় সংগ্রহ। দ্বিতীয় ইনিংসেও লিটন খেলেন ৫৯ রানের ইনিংস। কিন্তু বাকিদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস থেমে যায় মাত্র ১৫৭ রানে। যা জয়ের জন্য যথেষ্ঠ ছিল না। বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হকের মতে, আর ১০০ রান বেশি করতে পারলে ম্যাচের চিত্রটা ভিন্ন হতে পারতো। ম্যাচ শেষে পুরস্কার বিতরণী মঞ্চে মুমিনুল বলেছেন, ‘(দ্বিতীয় ইনিংসেও) উইকেট ব্যাটিং সহায়ক ছিল। আমরা যদি ১০০ রান বেশি করতে পারতাম তাহলে খেলাটি ভিন্ন হতে পারতো।’ ম্যাচের দুই ইনিংসেই ব্যর্থ হয়েছে বাংলাদেশের টপঅর্ডার। প্রথম ইনিংসে ৪৯ রানে ৪ উইকেট হারানোর পর দ্বিতীয় ইনিংসে প্রথম ৪ উইকেট পড়েছে মাত্র ২৫ রানে। মুমিনুলও ম্যাচ হারের দায় দিয়েছেন দুই ইনিংসের শুরুর ঘণ্টাকে। যেখানে অল্পেই ফিরে গেছেন টপঅর্ডার ব্যাটাররা। মুমিনুলের ভাষ্য, ‘আমার মতে, দুই ইনিংসেই প্রথম ঘণ্টায় আমরা ম্যাচটি হেরে গেছি। প্রথম ইনিংসে মুশফিক ও লিটন খুব ভালো খেলেছে। তারা দারুণ জুটি গড়েছে। দ্বিতীয় ইনিংসে… আমার মতে প্রথম চার ব্যাটারকে এগিয়ে আসতে হবে।’ তিনি আরও যোগ করেন, ‘আমাদের শক্তির জায়গা ব্যাটিং। এই জায়গায় উন্নতি করতে হবে। বিশেষ করে নতুন বলের বিপক্ষে। তবে হাসান আলি ও শাহিন আফ্রিদিও ভালো বোলিং করেছে।’