ঢাকা ০১:৫০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ মে ২০২৫

আর কারো চেহারা শনাক্ত করবে না ফেসবুক

  • আপডেট সময় : ০১:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১
  • ৭৯ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : ফেসবুক জানিয়েছে তারা তাদের সিস্টেম থেকে সমস্ত ফেসিয়াল রিকগনিশন টেমপ্লেট সম্পূর্ণ ডিলিট করে ফেলবে। এতে ব্যবহারকারীর ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে না। বেশ কিছুদিন ধরে ফেস আইডি সেটিংস নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছিল। এবার ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক। সম্প্রতি ফেসবুকের মূল কম্পানির নাম বদলে হয়েছে মেটা। প্রথম থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বদলও ঘটবে। যার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা দিল এটি। ১০ বছর আগে এই ফেসিয়াল রিকগনিশন সেটিংস নিয়ে আসে ফেসবুক। প্রাইভেসিসংক্রান্ত নিরাপত্তাহীনতার কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ফিচারকে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের পোস্ট করা ছবি, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করা যায়। মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি বলেছেন, ‘প্রতিটি নতুন প্রযুক্তিই সুবিধা এবং উদ্বেগ উভয়ের সম্ভাবনা নিয়ে আসে। কিন্তু এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল হলেও বেশ কিছু বিশেষজ্ঞ এটির কিছু কুপ্রভাবের ওপর দীর্ঘদিন ধরেই আলোকপাত করে আসছেন, যেগুলোকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে চাই না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর কারো চেহারা শনাক্ত করবে না ফেসবুক

আপডেট সময় : ০১:৩৭:৩২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৪ নভেম্বর ২০২১

প্রত্যাশা ডেস্ক : ফেসবুক জানিয়েছে তারা তাদের সিস্টেম থেকে সমস্ত ফেসিয়াল রিকগনিশন টেমপ্লেট সম্পূর্ণ ডিলিট করে ফেলবে। এতে ব্যবহারকারীর ছবি বা ভিডিও স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত হবে না। বেশ কিছুদিন ধরে ফেস আইডি সেটিংস নিয়ে নানা রকমের কথা শোনা যাচ্ছিল। এবার ফিচারটি বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিল ফেসবুক। সম্প্রতি ফেসবুকের মূল কম্পানির নাম বদলে হয়েছে মেটা। প্রথম থেকেই ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে নাম পরিবর্তনের সঙ্গে সঙ্গে বেশ কিছু ক্ষেত্রে বদলও ঘটবে। যার প্রথম পদক্ষেপ হিসেবে দেখা দিল এটি। ১০ বছর আগে এই ফেসিয়াল রিকগনিশন সেটিংস নিয়ে আসে ফেসবুক। প্রাইভেসিসংক্রান্ত নিরাপত্তাহীনতার কারণে বেশ কয়েকবার সমালোচনার মুখে পড়তে হয়েছে এই ফিচারকে। ফেসিয়াল রিকগনিশন সিস্টেমের মাধ্যমে ব্যবহারকারীদের পোস্ট করা ছবি, ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের শনাক্ত করা যায়। মেটার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাইস প্রেসিডেন্ট জেরোম পেসেন্টি বলেছেন, ‘প্রতিটি নতুন প্রযুক্তিই সুবিধা এবং উদ্বেগ উভয়ের সম্ভাবনা নিয়ে আসে। কিন্তু এই দুইয়ের মধ্যে সঠিক ভারসাম্য বজায় রাখাই আমাদের লক্ষ্য। ফেসিয়াল রিকগনিশন সিস্টেম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টুল হলেও বেশ কিছু বিশেষজ্ঞ এটির কিছু কুপ্রভাবের ওপর দীর্ঘদিন ধরেই আলোকপাত করে আসছেন, যেগুলোকে আমরা কোনোভাবেই উপেক্ষা করতে চাই না।