নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীতে বৃটিশ সৈনিক ল্যান্স করপোরাল নুর মোহাম্মদসহ ২২ জন সৈনিক ও মৃত সৈনিকদের অসহায় স্ত্রীদের ভাতার আরসিইএল ফান্ডের চেক দেয়া হয়েছে। গতকাল রবিবার দুপুরে জেলা সশস্ত্র বাহিনী বোর্ড সমন্বিত জেলা (নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী) কার্যালয়ে ডিএএসবি সচিব আবদুল কাইয়ুম-এর সভাপতিত্বে ভাতার চেক দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক ও নোয়াখালী পৌরসভার মেয়র সহিদ উল্যাহ্ খান সোহেল। ২০২০-২১ অর্থ বছরের জন্য সশস্ত্র বাহিনীর প্রাক্তন, অবসরপ্রাপ্ত, শহীদ, মৃত সদস্যদের অসহায় পতœীদের বিধবা-দুঃস্থ ভাতা পরিশোধের অংশ হিসেবে চেক ও নগদ তিন লাখ ৪৮ হাজার ৬০৩ টাকা হস্তান্তর করা হয়।