প্রত্যাশা ডেস্ক : গ্যাস সংযোগের জন্য অনেক চেষ্টা করেও ব্যর্থ হয়ে প্রকাশ্যে ক্ষোভ প্রকাশ করেছেন কবি নির্মলেন্দু গুণ। সেজন্য রাষ্ট্রের দেওয়া স্বাধীনতা পদক ও একুশে পদকও বিক্রি করে দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। এরপর একদিন পেরুতে চললেও এখনও কোনও নিশ্চয়তা পাননি কবি, যা নিয়ে আক্ষেপের কথা জানিয়েছেন তিনি। কবি বলেছেন, বিষয়টি যত না আর্থিক ক্ষতির, তার চেয়েও সম্মানের দিকটি বেশি পীড়া দিচ্ছে তাকে।
গতকাল বুধবার (২৬ অক্টোবর) দুপুরে বাংলা সংবাদসংস্থা ট্রিবিউনের কাছে নিজের অনুভূতি প্রকাশ করেন কবি নির্মলেন্দু গুণ। এর আগে মঙ্গলবার (২৫ অক্টোবর) সামাজিকমাধ্যম ফেসবুকে নিজের অ্যাকাউন্টে এ সংক্রান্ত একটি পোস্ট দিয়েছিলেন তিনি। ওই পোস্টে ২০১৬ সালে ঢাকার কামরাঙ্গীরচরে একটি তিনতলা বাড়ি তৈরি করার কথা জানান নির্মলেন্দু গুণ। বাড়িটিতে বিদ্যুৎ সংযোগ পেলেও বারবার চেষ্টা করে এখনও গ্যাস সংযোগ না পাওয়ার বিষয়টি সামনে আনেন তিনি। সেইসঙ্গে খোলা বাজার থেকে চড়া মূল্যে তরল গ্যাস কিনতে হচ্ছে উল্লেখ করে কবি প্রচ্ছন্ন হুমকি দেন, এই ক্ষতি পোষাতে আমি পুরস্কারের সঙ্গে পাওয়া আমার স্বর্ণপদক দুটি বেচে দেওয়ার কথা ভাবছি। সরকারকে এক মাস সময় দেওয়া হলো।
বাড়িতে গ্যাস সংযোগের জন্য আল্টিমেটাম দিলেও বুধবার দুপুর আড়াইটা পর্যন্ত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনও যোগাযোগ করেনি বলে জানিয়েছেন নির্মলেন্দু গুণ। তিনি বলেন, সরকার চাইলে তিতাস গ্যাস আমার বাড়িতে গ্যাস সংযোগ দেবে বলে গণমাধ্যম সূত্রে জেনেছি। তবে আমাকে এখন পর্যন্ত কেউ কিছু জানাননি। গ্যাস সংযোগের নিশ্চয়তা এখনও পাইনি।
নির্মলেন্দু গুণ জানান, বিষয়টি যত না আর্থিক ক্ষতির, তার চেয়েও সম্মানের দিকটি বেশি পীড়া দিচ্ছে তাকে। তিনি বলছেন, প্রতিবেশী ভারতসহ পৃথিবীর বিভিন্ন দেশে রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্তদের বিশিষ্ট গুণীজন হিসেবে অগ্রাধিকার ভিত্তিতে সব সুযোগ-সুবিধা দেওয়ার রেওয়াজ আছে। সেখানে আমার বাড়িতে রান্না করার জন্য গ্যাস-সংযোগটিও পাচ্ছি না। এমনকি বারবার চেষ্টা করেও আমি যথারীতি ব্যর্থ হয়েছি। এটা মেনে নেওয়ার মতো নয়, এর সঙ্গে সম্মানের বিষয়টি জড়িত। সামান্য গ্যাস সংযোগ না পেলে রাষ্ট্র পুরস্কার-মর্যাদা দিলো কেন?
এ জন্যই মূলত ক্ষোভের সঙ্গে নীতিনির্ধারকদের নজরে আনতে চেয়েছেন জানিয়ে নির্মলেন্দু গুণ বলেন, রাষ্ট্রীয় পদকপ্রাপ্তদের অগ্রাধিকারভিত্তিতে নাগরিক সুযোগ-সুবিধাগুলো নিশ্চিত করা উচিত। সেজন্য ফেসবুক পোস্টে কেবল আমার কথাই বলিনি, অন্যদের বিষয়টিও উল্লেখ করেছি। এ বিষয়ে কর্তৃপক্ষের ভাবনাচিন্তা করা উচিত।
মঙ্গলবারের ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, স্বাধীনতা পুরস্কার ও একুশে পদক প্রাপ্ত দেশের বিশিষ্ট গুণীজনদের অগ্রাধিকারের ভিত্তিতে গ্যাস ও বিদ্যুত সংযোগ দেওয়া হোক। রেল ও বিমানের টিকিটও তাদের জন্য সংরক্ষিত থাকলে ভালো হয়। রাষ্ট্রের সর্বোচ্চ পুরস্কারপ্রাপ্তদের এরকম সামান্য বাড়তি সুবিধা তো দেওয়া যেতেই পারে। আপনারা কী বলেন? যে বাড়িটিকে কেন্দ্র করে বিষয়টি সামনে এসেছে, সেই বাড়িটি দান করে দিয়েছেন জানিয়ে কবি বলেন, বাড়িটি যাদের আমি দান করে দিয়েছি, তারা তো গরীব মানুষ। আমার তরল গ্যাস কিনে চলার মতো সামর্থ থাকলেও তারা তো সমস্যায় পড়ে যাবে। বিষয়টি বিবেচনা করে দ্রুত ব্যবস্থা নেওয়া উচিত। এ বিষয়ে জানতে চাইলে তিতাসের ব্যবস্থাপনা পরিচালক হারুনুর রশীদ মোল্লাহ বলেন, ২০১৬ সাল থেকে আবাসিকে গ্যাস সংযোগ বন্ধ রয়েছে। ওই আদেশে সরকার আলাদাভাবে কাউকে গ্যাস সংযোগ দেওয়ার নির্দেশ দেয়নি। এখন সরকার যদি বলে কবির বাড়িতে গ্যাস সংযোগ দিতে তাহলে আমরা সে ব্যবস্থা নেবো।
আর্থিক ক্ষতির চেয়ে সম্মানের দিকটি বেশি পীড়া দিচ্ছে: নির্মলেন্দু গুণ
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ