ঢাকা ০৩:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ১০ সেপ্টেম্বর ২০২৫

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে সাংবাদিকের মৃত্যু

  • আপডেট সময় : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২
  • ৯১ বার পড়া হয়েছে

প্রত্যাশা ডেস্ক : প্রখ্যাত মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল মারা গেছেন। শুক্রবার রাতে কাতারে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে প্রেসবক্সে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেছেন, শুক্রবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের খবর সংগ্রহের সময় তিনি ‘পড়ে’ যান।
কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির এক মুখপাত্র বলেছেন, মিডিয়া কর্মীদের জন্য নির্ধারিত এলাকায় অসুস্থবোধ করেন ওয়াল। সেখানে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাকে হামাদ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।
মার্কিন ফুটবল ফেডারেশন টুইটারে বলেছে, গ্রান্ট ওয়ালের মৃত্যুর সংবাদ শোনার পর পুরো মার্কিন সকার পরিবারের মন ভেঙে গেছে। তিনি ফুটবলকে জীবনের কাজ হিসেবে পরিণত করেছিলেন। তার দারুণ লেখা আমাদের সঙ্গে থাকবে না, এতে আমরা মর্মাহত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ওয়ালের পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হয়েছে। বিশ্বকাপের আয়োজকরা কাতারের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। দুই দশকের বেশি সময় ধরে ফুটবল নিয়ে সংবাদ লিখে আসছিলেন ওয়াল। তিনি ১১টি বিশ্বকাপ কাভার করেছেন। ক্রীড়াবিষয়ক বেশ কয়েকটি বইও লিখেছেন। চলতি সপ্তাহে তিনি জন্মদিন পালন করে কাতারে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালে সাংবাদিকের মৃত্যু

আপডেট সময় : ১১:৪৭:২৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ ডিসেম্বর ২০২২

প্রত্যাশা ডেস্ক : প্রখ্যাত মার্কিন ক্রীড়া সাংবাদিক গ্রান্ট ওয়াল মারা গেছেন। শুক্রবার রাতে কাতারে আর্জেন্টিনার সঙ্গে নেদারল্যান্ডসের ম্যাচ চলাকালে প্রেসবক্সে অসুস্থ হয়ে পড়ার পর তার মৃত্যু হয়েছে। মার্কিন সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে। এক প্রত্যক্ষদর্শী সিএনএনকে বলেছেন, শুক্রবার আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের খবর সংগ্রহের সময় তিনি ‘পড়ে’ যান।
কাতারের বিশ্বকাপ আয়োজক কমিটির এক মুখপাত্র বলেছেন, মিডিয়া কর্মীদের জন্য নির্ধারিত এলাকায় অসুস্থবোধ করেন ওয়াল। সেখানে তাকে তাৎক্ষণিক চিকিৎসা প্রদান করা হয়। পরে তাকে হামাদ জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছিল।
মার্কিন ফুটবল ফেডারেশন টুইটারে বলেছে, গ্রান্ট ওয়ালের মৃত্যুর সংবাদ শোনার পর পুরো মার্কিন সকার পরিবারের মন ভেঙে গেছে। তিনি ফুটবলকে জীবনের কাজ হিসেবে পরিণত করেছিলেন। তার দারুণ লেখা আমাদের সঙ্গে থাকবে না, এতে আমরা মর্মাহত। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস বলেছেন, ওয়ালের পরিবারের সঙ্গে নিবিড় যোগাযোগ রাখা হয়েছে। বিশ্বকাপের আয়োজকরা কাতারের মার্কিন দূতাবাসের সঙ্গে যোগাযোগ রাখছে। দুই দশকের বেশি সময় ধরে ফুটবল নিয়ে সংবাদ লিখে আসছিলেন ওয়াল। তিনি ১১টি বিশ্বকাপ কাভার করেছেন। ক্রীড়াবিষয়ক বেশ কয়েকটি বইও লিখেছেন। চলতি সপ্তাহে তিনি জন্মদিন পালন করে কাতারে।