ক্রীড়া ডেস্ক : মাঠে খেলার মাঝে কতকিছুই তো ঘটে— কখনও কেউ কারো দিকে তেড়েফুড়ে যায়, কেউ তো আবার এক ঘাঁ দিয়েও বসে। আবার কখনও কোনো পাড় ভক্ত নিরাপত্তা বেষ্টনী উপেক্ষা করে ঢুকে পড়ে মাঠে। প্রিয় খেলোয়াড়কে কাছে যেতে কত জনের কত রকমের আবদার! প্রায়ই স্টেডিয়ামে প্রভাব পড়ে মাঠের খেলার, সমর্থকদের ভালোবাসায় সিক্ত হওয়ার পাশাপাশি রাগের উদগিরণের আঁচটাও লাগে খেলোয়াড়ের।
কিন্তু তাই বলে সমর্থকরা রিতিমত সংঘর্ষে জড়িয়ে যাবে? প্রাণ বাঁচাতে খেলোয়াড়দের ছুটতে হবে দিকবিদিগ হয়ে! শুধু মারামারিই না, আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলের তৃতীয় ডিভিশনের একটি ম্যাচে ঘটেছে চোখ কপালে ওঠার মত ঘটনা। সংঘর্ষের জড়িয়ে পড়ার এক পর্যায়ে স্টেডিয়ামের ভিতর এক পক্ষ গুলি ছুড়েছে অন্য পক্ষকে লক্ষ্য করে। আর তাতেই গুলিবিদ্ধ হন ডাগআউটে থাকা এক কোচ।
লিওনেল মেসির দেশের মেন্ডোজা প্রদেশে ঘরোয়া ফুটবলে তৃতীয় ডিভিশনের ম্যাচ খেলছিল হুরাকান লাস হেরাস এবং ফেরো ডে জেনারেল পিকো। সমর্থকদের হুলস্থুল কা- ঘটানোর আগে প্রথমার্ধ্বে হুরাকান ৩-১ গোলে এগিয়ে ছিল।
ঠিক সেই সময়ে ঝামেলায় জড়িয়ে পড়েন দুই দলের সমর্থকরা। বিষয়টি জটিল থেকে এক পর্যায়ে আরো মারাত্মক রুপ ধারণ করে। সেই ম্যাচের একটি ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়েছে। ভিডিওতে দেখা যায়, প্রাণ বাঁচাতে মাঠেই ছুটছেন খেলোয়াড়রা। এর মাঝেই শোনা গেলো কয়েকটি গুলির শব্দ।
পরে মর্মান্তিক এই ঘটনায় গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয় ফেরো ডে জেনারেল পিকোর কোচ মরিসিও রোমেরোকে। তার কাঁধে গুলি লাগায় দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, রোমেরো এখন ভালো আছেন। স্থানীয় পুলিশও তার বয়ান রেকর্ড করেছে।
আর্জেন্টিনায় ম্যাচ চলাকালীন সংঘর্ষ, গুলিবিদ্ধ কোচ
ট্যাগস :
আর্জেন্টিনায় ম্যাচ চলাকালীন সংঘর্ষ
জনপ্রিয় সংবাদ