ক্রীড়া ডেস্ক : ফ্রান্সে চলছে বিশ্বকাপ আর্চারির স্টেজ-৩ এর খেলা। সেখানে অংশ নিয়েছে বাংলাদেশের আর্চাররা। এরমধ্যে অবশ্য ছেলে ও মেয়েদের দলীয় ইভেন্টে তারা বেশি দূর যেতে পারেনি। রোমান সানারা প্রথম রাউন্ডে জিতে পরের রাউন্ড থেকে বিদায় নিয়েছেন। আর মেয়েরা প্রথম রাউন্ডেই ছিটকে গেছেন। তবে ব্যক্তিগত এককে তৃতীয় রাউন্ডে উঠেছেন দিয়া সিদ্দিকী। সোমবার দ্বিতীয় রাউন্ডে আর্জেন্টিনার লেইথল্ড ফ্লোরেন্সিয়াকে ৬-২০ সেট পয়েন্টে হারিয়েছেন দিয়া। তিনি ২৭-২৪, ২৯-২৫ ও ২৭..২৪ পয়েন্টে জয় নিশ্চিত করেন। আজকেই আবার তৃতীয় রাউন্ডের খেলা হবে। বিশ্বকাপ আর্চারিতে স্টেজ-২-এ বাংলাদেশ মিক্সড ইভেন্টে রুপা জিতেছিল। রোমান সানার সঙ্গে জুটি বেঁধে দিয়া সাফল্য পেয়েছিলেন। এবার ফ্রান্সে অলিম্পিক কোটার জন্য লড়ছে বাংলাদেশ। তবে সেই সম্ভাবনা ধীরে ধীরে ক্ষীণ হতে চলেছে।