ঢাকা ০৯:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

আর্জেন্টাইন রোমেরোকে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

  • আপডেট সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১
  • ৭০ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা অর্জনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন দেশটির ফুলব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। শুধু তাই নয়, ইতালিয়ান লিগ সিরি’আ তে সেরা ডিফেন্ডারের তকমাও পেয়েছেন এ ডিফেন্ডার। কয়েকদিন ধরেই ইংলিশ সংবাদমাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছে দারুণ ফর্মে থাকা এ ডিফেন্ডারকে দলে ভেড়াচ্ছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ৪৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমেরোকে দলে ভেড়াতে রাজিও হয়েছে ক্লাবটি। যদিও জুভেন্টাসের হয়ে এখনও আতালান্তার কাছে লোনে আছেন আর্জেন্টাইন এ তারকা। তবে তুরিনের ক্লাবটি থেকে ১৩.৬ মিলিয়ন ইউরো দিয়ে রোমেরোকে স্থায়ীভাবে দলে নেবে আতালান্তা। এরপর স্পার্সদের কাছ থেকে উল্লেখযোগ্য মুনাফার্জন করবে ক্লাবটি। এবারের দলবদলে বেলজিয়ান ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড স্পার্সদের ছেড়ে পাড়ি জমান কাতারের আল-দুহাইল এফসিতে। তার বদলি হিসেবেই টটেনহ্যামের হয়ে মাঠ কাঁপাবেন ক্রিস্টিয়ান রোমেরো।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আর্জেন্টাইন রোমেরোকে দলে ভেড়াচ্ছে টটেনহ্যাম

আপডেট সময় : ১০:৩২:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২ অগাস্ট ২০২১

ক্রীড়া ডেস্ক : এবারের কোপা আমেরিকায় আর্জেন্টিনার শিরোপা অর্জনে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন দেশটির ফুলব্যাক ক্রিস্টিয়ান রোমেরো। শুধু তাই নয়, ইতালিয়ান লিগ সিরি’আ তে সেরা ডিফেন্ডারের তকমাও পেয়েছেন এ ডিফেন্ডার। কয়েকদিন ধরেই ইংলিশ সংবাদমাধ্যমগুলোতে গুঞ্জন শোনা যাচ্ছে দারুণ ফর্মে থাকা এ ডিফেন্ডারকে দলে ভেড়াচ্ছে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার। ইতালিয়ান ক্লাব আতালান্তা থেকে ৪৩ মিলিয়ন ইউরোর বিনিময়ে রোমেরোকে দলে ভেড়াতে রাজিও হয়েছে ক্লাবটি। যদিও জুভেন্টাসের হয়ে এখনও আতালান্তার কাছে লোনে আছেন আর্জেন্টাইন এ তারকা। তবে তুরিনের ক্লাবটি থেকে ১৩.৬ মিলিয়ন ইউরো দিয়ে রোমেরোকে স্থায়ীভাবে দলে নেবে আতালান্তা। এরপর স্পার্সদের কাছ থেকে উল্লেখযোগ্য মুনাফার্জন করবে ক্লাবটি। এবারের দলবদলে বেলজিয়ান ডিফেন্ডার টবি আল্ডারভাইরেল্ড স্পার্সদের ছেড়ে পাড়ি জমান কাতারের আল-দুহাইল এফসিতে। তার বদলি হিসেবেই টটেনহ্যামের হয়ে মাঠ কাঁপাবেন ক্রিস্টিয়ান রোমেরো।