ক্রীড়া ডেস্ক: নারী ক্রিকেটে আইসিসির বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার একাধিকবার জয়ের নজির এতদিন ছিল কেবল নিউ জিল্যান্ডের সুজি বেটসের। এবার তার পাশে বসলেন স্মৃতি মান্ধানা। রানের বন্যা বইয়ে দিয়ে ২০২৪ সালের সেরা হলেন ভারতের তারকা ব্যাটার। গণমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে নির্বাচিত বর্ষসেরা নারী ওয়ানডে ক্রিকেটারের নাম সোমবার প্রকাশ করেছে আইসিসি। সেরার লড়াইয়ে মান্ধানা হারিয়েছেন গতবারের বিজয়ী শ্রীলঙ্কার চামারি আতাপাত্তু, অস্ট্রেলিয়ার অ্যানাবেল সাদারল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার লরা উলভার্টকে। ২০১২ সাল থেকে মেয়েদের বর্ষসেরা ওয়ানডে ক্রিকেটারের পুরস্কার দিয়ে আসছে আইসিসি। ২০১৩ ও ২০১৬ সালে পুরস্কারটি জেতেন নিউ জিল্যান্ডের ব্যাটার সুজি বেটস।
মান্ধানা প্রথমবার জেতেন ২০১৮ সালে। এবার জিতলেন দ্বিতীয়বার। এই ওপেনার ২০২৪ সালে ১৩ ওয়ানডে ইনিংসে ৭৪৭ রান করেন ৫৭.৪৬ গড় ও ৯৫.১৫ স্ট্রাইক রেটে। ক্যারিয়ারে প্রথমবার এই সংস্করণে এক পঞ্জিকাবর্ষে সাতশ রানের মাইলফলক স্পর্শ করেন ২৮ বছর বয়সী ব্যাটার।
প্রথম ক্রিকেটার হিসেবে উইমেন’স ওয়ানডেতে এক পঞ্জিকাবর্ষে চারটি সেঞ্চুরির কীর্তিও গড়েন তিনি। এছাড়া দুটি ম্যাচে আউট হন নব্বইয়ের ঘরে। জুনে দেশের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি করেন তিনি টানা দুই ম্যাচে।
পরের ম্যাচে করেন ৯০। ভারত সিরিজটি জেতে ৩-০ ব্যবধানে। অক্টোবরে দেশেই তিনি আরেকটি সেঞ্চুরি করেন নিউ জিল্যান্ডের বিপক্ষে। ডিসেম্বরে তিন অঙ্কের দেখা পান অস্ট্রেলিয়ার বিপক্ষে পার্থে। পরের দুই ম্যাচে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে করেন ৯১ ও ৫৩ রান।