ক্রীড়া ডেস্ক: প্রথমে এগিয়ে গেল বাংলাদেশ, দ্রুত ঘুরে দাঁড়িয়ে সমতায় ফিরল থাইল্যান্ডও। তৃতীয় কোয়ার্টারে নজরকাড়া রিভার্স হিটে দলকে ফের এগিয়ে নিলেন আরশাদ হোসেন। বাকিটা সময় এই গোল আগলে রেখে দারুণ জয় তুলে নিল বাংলাদেশ। ইন্দোনেশিয়ার জাকার্তায় মঙ্গলবার এএইচএফ কাপ হকিতে গ্রুপ পর্বের ম্যাচে থাইল্যান্ডকে ২-১ গোলে হারায় বাংলাদেশ। জয়ী দলের দুই গোলদাতা আশরাফুল ইসলাম ও আরশাদ। টানা তিন জয়ে ৯ পয়েন্ট নিয়ে পুল ‘বি’তে শীর্ষ স্থান আরও মজবুত করল বাংলাদেশ। নিজেদের চতুর্থ ও শেষ ম্যাচে বুধবার শ্রীলঙ্কার মুখোমুখি হবে মামুনুর রশীদের দল। গ্রুপ পর্বে অজেয় থেকে এ ম্যাচে নেমেছিল বাংলাদেশ ও থাইল্যান্ড। বলের নিয়ন্ত্রণে শুরু থেকে মনোযোগী থাকা দুই দল প্রথম কোয়ার্টারে কার্যকরী হয়ে উঠতে পারেনি প্রতিপক্ষের গোলমুখে।
দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণের ধার বাড়িয়ে থাইল্যান্ডের সার্কেলে ভীতি ছড়াতে থাকে বাংলাদেশ। ২৩তম মিনিটে পেনাল্টি কর্নার থেকে নিখুঁত ড্রাগ ফ্লিকে দলকে এগিয়ে নেন আশরাফুল। এ নিয়ে টানা তিন ম্যাচে গোল পেলেন এই ডিফেন্ডার। এই কোয়ার্টারের শেষ দিকেই থাউইচ্যাটের ফিল্ড গোলে সমতা ফেরায় থাইল্যান্ড। তৃতীয় কোয়ার্টারের শুরুতেই দৃষ্টিনন্দন রিভার্স হিটে বাংলাদেশকে ফের এগিয়ে নেন আরশাদ হোসেন। শেষ পর্যন্ত এই গোলই গড়ে দেয় ব্যবধান।