ঢাকা ১২:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ০৪ অগাস্ট ২০২৫

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ

  • আপডেট সময় : ০১:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২
  • ৮০ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : এবারের আরব শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। মূলত চিকিৎসকের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে স্বাগতিক দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। খবর আল জাজিরার। আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনে যোগ দেবেন না। চিকিৎসকের সুপারিশ মেনে ভ্রমণ থেকে দূরে থাকার এ সিদ্ধান্ত নিয়েছেন সালমান। ওই বিবৃতিতে আরও বলা হয়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় আরব সম্মেলনে যোগ না দিতে পারায় দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সালমান ও তেবোউনের টেলিফোন কথোপকথনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে সেখানে সৌদি যুবরাজের আরব সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। তাছাড়া মোহাম্মদ বিন সালমানের অসুস্থতা ও চিকিৎসকদের পরামর্শ নিয়েও কোনো বিবৃতি প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে সব আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে কোনোদিনই বাংলাদেশে রাজনীতি করার সুযোগ দেবো না: মির্জা ফখরুল

আরব সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ

আপডেট সময় : ০১:০০:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ অক্টোবর ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : এবারের আরব শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন না সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান। মূলত চিকিৎসকের পরামর্শেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শনিবার (২২ অক্টোবর) দিনগত রাতে স্বাগতিক দেশ আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়। খবর আল জাজিরার। আলজেরিয়ার প্রেসিডেন্ট কার্যালয় থেকে দেওয়া ওই বিবৃতিতে জানানো হয়, সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান আগামী ১ নভেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া আরব সম্মেলনে যোগ দেবেন না। চিকিৎসকের সুপারিশ মেনে ভ্রমণ থেকে দূরে থাকার এ সিদ্ধান্ত নিয়েছেন সালমান। ওই বিবৃতিতে আরও বলা হয়, আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাদজিদ তেবোউনের সঙ্গে টেলিফোনে কথা বলার সময় আরব সম্মেলনে যোগ না দিতে পারায় দুঃখ প্রকাশ করেছেন মোহাম্মদ বিন সালমান। পরে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় সালমান ও তেবোউনের টেলিফোন কথোপকথনের বিষয়ে একটি বিবৃতি প্রকাশ করে। তবে সেখানে সৌদি যুবরাজের আরব সম্মেলনে যোগ না দেওয়ার বিষয়টি উল্লেখ করা হয়নি। তাছাড়া মোহাম্মদ বিন সালমানের অসুস্থতা ও চিকিৎসকদের পরামর্শ নিয়েও কোনো বিবৃতি প্রকাশ করেনি সৌদি কর্তৃপক্ষ। আগামী ১-২ নভেম্বর আলজেরিয়ার রাজধানী আলজিয়ার্সে ৩১তম আরব সম্মেলন হওয়ার কথা রয়েছে। এতে সব আরব দেশের রাষ্ট্রপ্রধানরা অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।