আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বজুড়ে করোনার আলফা, বেটা ও ডেল্টা ভ্যারিয়েন্ট ক্রমেই ছড়িয়ে পড়ছে। ফলে বৃদ্ধি পাচ্ছে করোনা শনাক্তের হার। সম্প্রতি সংযুক্ত আরব আমিরাতে বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া নতুন ভ্যারিয়েন্টগুলো শনাক্ত হয়েছে বলে দেশটির স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়েছে।
দেশটির স্বাস্থ্য খাতের মুখপাত্র ডা. ফরিদা আল হোসানী বলেন, দেশে কোভিড-১৯ এর ভিন্ন ভ্যারিয়েন্ট শনাক্ত হয়েছে।
তিনি জানান, দেশটিতে ভ্যাকসিন প্রদান কার্যক্রম অব্যাহত থাকায় তারা সংক্রমণ ও মৃত্যুর হার কমিয়ে আনতে সক্ষম হয়েছেন। যদিও টিকাগুলো ভাইরাসকে পুরোপুরিভাবে প্রতিরোধ করে না।
গতকাল সোমবার দ্য গালফ নিউজের প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৭১ শতাংশ মানুষকে ইতিমধ্যে ভ্যাকসিন কার্যক্রমের আওতায় নিয়ে আসা হয়েছে। যারা এখনও ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ নেননি, তাদেরকে কোর্স পূর্ণ করার কথাও বলা হয়েছে।
যারা এখনো টিকা নেননি, তাদেরকে ভ্রমণ না করার পরামর্শ দিয়ে যত তাড়াতাড়ি সম্ভব টিকা নেওয়ার আহবান জানান ডা. ফরিদা। পাশাপাশি টিকাগ্রহণ করা ভ্রমণকারীদের ভিড় এড়াতে ও সামাজিক দূরত্বের প্রোটোকলগুলো মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে।
আরব আমিরাতে করোনার নতুন ভ্যারিয়েন্ট শনাক্ত
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ