ঢাকা ০৭:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫

আরব আমিরাতেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

  • আপডেট সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪
  • ৫৯ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। অবশেষে হাইব্রিড মডেলে আসরটি আয়োজন করার জন্য রাজি হয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে। আরব আমিরাতে খেলবে তারা। দেশটির মন্ত্রী ও ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাক পাকিস্তান সফরে পিসিবি প্রধানের সঙ্গে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন
পিসিবির এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি আরব আমিরাতকে বেছে নিয়েছে।’ সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারির ২৩ তারিখে আরব আমিরাতে মুখোমুখি হবে দুদল।

পাকিস্তান ছাড়া ভারতের এই গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশের শুরুটা হবে ভারতকে দিয়ে; আগামী ২০ ফেব্রুয়ারি। ২ মার্চ তাদের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। সবগুলো ম্যাচ দুবাইয়ে হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। নিজেদের শেষ লিগ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। অন্য গ্রুপে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো হবে পাকিস্তানেই। কেবল ভারতের বিপক্ষে ছাড়া বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পাকিস্তানের সঙ্গে যুদ্ধবিরতিতে ‘অবদান’ অস্বীকারেই নাখোশ ট্রাম্প

আরব আমিরাতেই মুখোমুখি হবে ভারত-পাকিস্তান

আপডেট সময় : ০৪:৫০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪

ক্রীড়া ডেস্ক: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে জলঘোলা হয়েছিল অনেক। অবশেষে হাইব্রিড মডেলে আসরটি আয়োজন করার জন্য রাজি হয়েছে পাকিস্তান। ভারতের সঙ্গে তাদের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে। আরব আমিরাতে খেলবে তারা। দেশটির মন্ত্রী ও ক্রিকেট বোর্ডের প্রধান শেখ নাহিয়ান আল মুবারাক পাকিস্তান সফরে পিসিবি প্রধানের সঙ্গে বৈঠকে বিষয়টি নিশ্চিত করেন
পিসিবির এক প্রতিনিধি সংবাদমাধ্যমকে জানান, ‘চ্যাম্পিয়ন্স ট্রফির নিরপেক্ষ ভেন্যু হিসেবে পিসিবি আরব আমিরাতকে বেছে নিয়েছে।’ সব ঠিকঠাক থাকলে আগামী ফেব্রুয়ারির ২৩ তারিখে আরব আমিরাতে মুখোমুখি হবে দুদল।

পাকিস্তান ছাড়া ভারতের এই গ্রুপে রয়েছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। যেখানে বাংলাদেশের শুরুটা হবে ভারতকে দিয়ে; আগামী ২০ ফেব্রুয়ারি। ২ মার্চ তাদের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। সবগুলো ম্যাচ দুবাইয়ে হবে বলে ধারণা করা হচ্ছে। আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। উদ্বোধনী ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে খেলবে পাকিস্তান। নিজেদের শেষ লিগ ম্যাচে আগামী ২৭ ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে বাংলাদেশের মুখোমুখি হবে তারা। অন্য গ্রুপে থাকা আফগানিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ম্যাচগুলো হবে পাকিস্তানেই। কেবল ভারতের বিপক্ষে ছাড়া বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে লাহোর, করাচি এবং রাওয়ালপিন্ডিতে।