ঢাকা ০৪:০১ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আরব আমিরাতকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ সিরিজ জয় বাংলাদেশের

  • আপডেট সময় : ০৯:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪
  • ১৯২ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না আরব আমিরাত। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে আরব আমিরাতের যুবাদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছে স্বাগতিকরা।
সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। বাকি তিন ম্যাচে আরব আমিরাতকে পাত্তাই দেয়নি বাংলাদেশ।
শুক্রবার (১ নভেম্বর) শেরে বাংলায় আরব আমিরাতকে মাত্র ১৩৭ রানে অলআউট করে দেয় বাংলাদেশের যুবারা। একাই ৪ উইকেট নেন দেবাশিষ সরকার। আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, সামিউন বশির রাতুল, ফারহান শাহরিয়ার ও রিজান হোসেন সবাই একটি করে উইকেট পান। আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন উদ্দিশ সুরি। ২৩ রান করেন ইয়ায়িন কিরান রাই। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ০ রানে ফেরত গেছেন ৩ জন। শেষ পর্য্ন্ত ৪০.৩ ওভারে ১৩৭ রানে অলআউট হয় আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশ। স্বাগতিকরা হারায় কেবল একটি উইকেট। ৪৬ বলে ৪১ রান করে আউট হন জাওয়াদ আবরার। দুর্দান্ত ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন কালাম সিদ্দিকি আলিন ও শাহরিয়াল আজমির তুর্য। ৪২ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন কালাম। আর তুর্য খেলেন ৩৭ বলে ৩৯ রানের হার না মানা ইনিংস। মাত্র ২০.৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচসেরা হন ওপেনার জাওয়াদ আবরার।

আজকের প্রত্যাশা/কেএমএএ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আরব আমিরাতকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ সিরিজ জয় বাংলাদেশের

আপডেট সময় : ০৯:১৭:১০ অপরাহ্ন, শুক্রবার, ১ নভেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের কাছে পাত্তাই পেল না আরব আমিরাত। পাঁচ ম্যাচের সিরিজের শেষ ওয়ানডেতে আরব আমিরাতের যুবাদের ৯ উইকেটে হারিয়েছে বাংলাদেশ। এতে ৩-০ ব্যবধানে সিরিজ জয় করেছে স্বাগতিকরা।
সিরিজের প্রথম দুটি ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছিল। বাকি তিন ম্যাচে আরব আমিরাতকে পাত্তাই দেয়নি বাংলাদেশ।
শুক্রবার (১ নভেম্বর) শেরে বাংলায় আরব আমিরাতকে মাত্র ১৩৭ রানে অলআউট করে দেয় বাংলাদেশের যুবারা। একাই ৪ উইকেট নেন দেবাশিষ সরকার। আল ফাহাদ, সাদ ইসলাম রাজিন, সামিউন বশির রাতুল, ফারহান শাহরিয়ার ও রিজান হোসেন সবাই একটি করে উইকেট পান। আরব আমিরাত অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সর্বোচ্চ ২৯ রান করেন উদ্দিশ সুরি। ২৩ রান করেন ইয়ায়িন কিরান রাই। বাকিদের কেউ ২০ রানের ঘর স্পর্শ করতে পারেননি। ০ রানে ফেরত গেছেন ৩ জন। শেষ পর্য্ন্ত ৪০.৩ ওভারে ১৩৭ রানে অলআউট হয় আরব আমিরাত। জবাবে ব্যাট করতে নেমে ভয়ডরহীন ক্রিকেট খেলে বাংলাদেশ। স্বাগতিকরা হারায় কেবল একটি উইকেট। ৪৬ বলে ৪১ রান করে আউট হন জাওয়াদ আবরার। দুর্দান্ত ব্যাটিং করে দল জিতিয়ে মাঠ ছাড়েন কালাম সিদ্দিকি আলিন ও শাহরিয়াল আজমির তুর্য। ৪২ বলে ৪১ রান করে অপরাজিত ছিলেন কালাম। আর তুর্য খেলেন ৩৭ বলে ৩৯ রানের হার না মানা ইনিংস। মাত্র ২০.৪ ওভার ব্যাট করে ৬ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছায় বাংলাদেশ। ম্যাচসেরা হন ওপেনার জাওয়াদ আবরার।

আজকের প্রত্যাশা/কেএমএএ