আজাদুর রহমান, বগুড়া: বগুড়ার শেরপুরে পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ) স্কুল অ্যান্ড কলেজে নিয়োগ পরীক্ষায় জালিয়াতি ও অনিয়মের অভিযোগ উঠেছে। শনিবার (১ নভেম্বর) সকালে আরডিএর মহাপরিচালক ভবনে অফিস সহায়ক ও অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ভাইভা পরীক্ষায় এই ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সাতবেকি গ্রামের মো. জাহিদ হোসেনের ছেলে জিহান আফ্রিদি ব্রাইট (২২) ও বরগুনা জেলার আমতলি উপজেলার আড়পাঙ্গাসিয়া গ্রামের মো. সজিবের স্ত্রী মোছা. শাপলা বেগম(২৯)।
প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে, অফিস সহায়ক পদে ভাইভা পরীক্ষা চলাকালে সন্দেহজনক আচরণের কারণে শাপলা খাতুন ও জিহাদ আফ্রিদি ব্রাইট নামের দুইজনকে আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে আসে।
আরডিএর বগুড়ার মহা-পরিচালক ড. একেএম অলি উল্যা বলেন, পরীক্ষা চলাকালে ভুয়া প্রমাণিত হওয়ায় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
এ ব্যাপারে শেরপুর থানার অফিসার ইনচার্জ এসএম মঈনুদ্দিন বলেন, আটককৃতদের বিরুদ্ধে খুব দ্রুত আইনি ব্যবস্থা নেওয়া হবে।
আজকের প্রত্যাশা/কেএমএএ




















