ঢাকা ০৫:৪৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারী ২০২৫

আরও ২ প্রদেশের রাজধানী দখল করেছে তালেবান

  • আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১
  • ৫৭ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের আরও দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। গতকাল রোববার উত্তরের প্রদেশ কুন্দুজ ও সার-ই-পলের রাজধানী দুটি দখল করে তারা।
এই নিয়ে চারটি প্রদেশের রাজধানী দখল করলো তালেবান। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কুন্দুজ।
গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার তারা দখল করে জাওজান প্রদেশের রাজধানী শিবিরঘান। জারাঞ্জ দখলের পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এটা শুরু মাত্র এবং অন্য প্রদেশগুলো কত দ্রুত আমাদের হাতে পতন ঘটে তা দেখতে থাকুন।’
আফগান আইনপ্রণেতা ও স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কন্দুজের রাজধানী পতনের কয়েক ঘন্টার মাথায় সার-ই-পলের রাজধানীর পতন ঘটে। সরকারি বাহিনী তালেবানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েনি।
কুন্দুজের এক বাসিন্দা বলেছেন, ‘শহরে পুরো বিশৃঙ্খল পরিস্থিতি’ বিরাজ করছে।
এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘আল্লাহর দয়ায় কিছুটা তীব্র লড়াইয়ের পর মুজাহিদরা কুন্দুজের রাজধানী দখল করেছে। মুজাহিদরা সার-ই-পল শহর, সরকারি ভবন ও সব প্রতিষ্ঠানও দখল করেছে।’ সার-ই-পলের নারী অধিকার কর্মী পারউইনা আজিমি জানান, সরকারি কর্মকর্তা ও বাহিনীর বাকী সেনারা তিন কিলোমিটার দূরের একটি ব্যারাকে সরে গেছে। একটি বিমান এসেছে, তবে এটি অবতরণ করতে পারেনি।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

মব বন্ধ না করলে ডেভিল হিসেবে ট্রিট করবো: উপদেষ্টা মাহফুজ

আরও ২ প্রদেশের রাজধানী দখল করেছে তালেবান

আপডেট সময় : ১২:০২:২৬ অপরাহ্ন, রবিবার, ৮ অগাস্ট ২০২১

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের আরও দুটি প্রাদেশিক রাজধানী দখল করেছে তালেবান। গতকাল রোববার উত্তরের প্রদেশ কুন্দুজ ও সার-ই-পলের রাজধানী দুটি দখল করে তারা।
এই নিয়ে চারটি প্রদেশের রাজধানী দখল করলো তালেবান। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ শহর হচ্ছে কুন্দুজ।
গত শুক্রবার দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রদেশ নিমরোজের রাজধানী জারাঞ্জ দখল করে তালেবান। ২৪ ঘণ্টার ব্যবধানে শনিবার তারা দখল করে জাওজান প্রদেশের রাজধানী শিবিরঘান। জারাঞ্জ দখলের পর তালেবানের পক্ষ থেকে বলা হয়েছিল, ‘এটা শুরু মাত্র এবং অন্য প্রদেশগুলো কত দ্রুত আমাদের হাতে পতন ঘটে তা দেখতে থাকুন।’
আফগান আইনপ্রণেতা ও স্থানীয়দের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, কন্দুজের রাজধানী পতনের কয়েক ঘন্টার মাথায় সার-ই-পলের রাজধানীর পতন ঘটে। সরকারি বাহিনী তালেবানের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়েনি।
কুন্দুজের এক বাসিন্দা বলেছেন, ‘শহরে পুরো বিশৃঙ্খল পরিস্থিতি’ বিরাজ করছে।
এক বিবৃতিতে তালেবান বলেছে, ‘আল্লাহর দয়ায় কিছুটা তীব্র লড়াইয়ের পর মুজাহিদরা কুন্দুজের রাজধানী দখল করেছে। মুজাহিদরা সার-ই-পল শহর, সরকারি ভবন ও সব প্রতিষ্ঠানও দখল করেছে।’ সার-ই-পলের নারী অধিকার কর্মী পারউইনা আজিমি জানান, সরকারি কর্মকর্তা ও বাহিনীর বাকী সেনারা তিন কিলোমিটার দূরের একটি ব্যারাকে সরে গেছে। একটি বিমান এসেছে, তবে এটি অবতরণ করতে পারেনি।