ঢাকা ১০:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ নভেম্বর ২০২৫

আরও ভয়ংকর ‘স্কুইড গেম টু’

  • আপডেট সময় : ১২:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ৭৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক: তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে। আর এবারের সিজন হতে চলেছে আরও ভয়ংকর!। টিজারে সেই বার্তাই পাওয়া গেল। গতকাল স্কুইড গেম টু-এর টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। জি-হানকে দিয়েই শুরু হয়েছে টিজার। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার। পিস্তল উঁচিয়ে খুব সাবধানে দরজা খুলতেই দেখে, মুখোশ পরা সেই মানুষ দাঁড়িয়ে। এই মুখোশধারী খুব চেনা জি-হানের। এরকম একজনই তাকে নিয়ে গিয়েছিল স্কুইড গেমের রাজ্যে। যেখানে পদে পদে অর্থের প্রলোভন, আর মৃত্যুর ভয়। এর পরেই জি-হান নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমের সেই খেলার ময়দানে। গতবারের মতো এবারও তার গায়ে সেই ৪৫৬ নম্বর সবুজ জার্সি। তবে খেলার ধরনে পরিবর্তন এসেছে। প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ। এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। ৪০ সেকেন্ডের টিজার দেখে গল্প অনুমান করা সম্ভব নয়, তবে আঁচ করা যাচ্ছে, প্রথম সিজনের তুলনায় স্কুইড গেম টু হতে যাচ্ছে আরও ভয়ংকর।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে (ঘবঃভষরী) দেখা যাচ্ছে হং দুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ। নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল। শোনা যায়, শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা, সাবস্ক্রিপশন একধাপে অনেকটাই বেড়েছিল। এবার প্রায় তিন বছর পর আসছে নতুন এপিসোড। বড়দিনের ঠিক পরই আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘স্কুইড গেম সিজন ২’।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আরও ভয়ংকর ‘স্কুইড গেম টু’

আপডেট সময় : ১২:৩০:৫০ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

বিনোদন ডেস্ক: তুমুল জনপ্রিয় কোরিয়ান সিরিজ স্কুইড গেম ফিরছে দ্বিতীয় সিজন নিয়ে। আর এবারের সিজন হতে চলেছে আরও ভয়ংকর!। টিজারে সেই বার্তাই পাওয়া গেল। গতকাল স্কুইড গেম টু-এর টিজার প্রকাশ করেছে নেটফ্লিক্স। জি-হানকে দিয়েই শুরু হয়েছে টিজার। দুঃস্বপ্নে ঘুম ভেঙে যায় তার। পিস্তল উঁচিয়ে খুব সাবধানে দরজা খুলতেই দেখে, মুখোশ পরা সেই মানুষ দাঁড়িয়ে। এই মুখোশধারী খুব চেনা জি-হানের। এরকম একজনই তাকে নিয়ে গিয়েছিল স্কুইড গেমের রাজ্যে। যেখানে পদে পদে অর্থের প্রলোভন, আর মৃত্যুর ভয়। এর পরেই জি-হান নিজেকে আবিষ্কার করে স্কুইড গেমের সেই খেলার ময়দানে। গতবারের মতো এবারও তার গায়ে সেই ৪৫৬ নম্বর সবুজ জার্সি। তবে খেলার ধরনে পরিবর্তন এসেছে। প্রথম সিজনে খেলাগুলো ছিল অনেকটাই সহজ। এবারের সিজনে গুরুত্ব পেয়েছে প্রযুক্তি। ৪০ সেকেন্ডের টিজার দেখে গল্প অনুমান করা সম্ভব নয়, তবে আঁচ করা যাচ্ছে, প্রথম সিজনের তুলনায় স্কুইড গেম টু হতে যাচ্ছে আরও ভয়ংকর।
২০২১ সালের ১৭ সেপ্টেম্বর থেকে নেটফ্লিক্সে (ঘবঃভষরী) দেখা যাচ্ছে হং দুং ইয়ক পরিচালিত এই সাউথ কোরিয়ান ওয়েব সিরিজ। নব্বইটি দেশে ‘স্কুইড গেম’ সর্বোচ্চ ভিউয়ারশিপ দখল করেছিল। শোনা যায়, শোয়ের জনপ্রিয়তার জেরে নাকি নেটফ্লিক্সের ব্যবসা, সাবস্ক্রিপশন একধাপে অনেকটাই বেড়েছিল। এবার প্রায় তিন বছর পর আসছে নতুন এপিসোড। বড়দিনের ঠিক পরই আগামী ২৬ ডিসেম্বর নেটফ্লিক্সে আসছে ‘স্কুইড গেম সিজন ২’।