ক্রীড়া ডেস্ক : সব মোটামুটি ঠিক হয়েই ছিল, এবার এলো আনুষ্ঠানিক ঘোষণা। রিয়াল মাদ্রিদে আরও দুই বছর থাকছেন ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমা। এক বিবৃতিতে গত শুক্রবার স্পেনের সফলতম দলটি চুক্তি নবায়নের কথা জানায়। ২০২৩ সাল পর্যন্ত সান্তিয়াগো বের্নাবেউয়ে থাকবেন বেনজেমা। রিয়ালের সঙ্গে তার আগের চুক্তির মেয়াদ ছিল ২০২২ সাল পর্যন্ত। ২০০৯ সালে ফ্রেঞ্চ ক্লাব অলিম্পিক লিও থেকে রিয়ালে যোগ দেয়ার পর থেকে সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৬০ ম্যাচ খেলেছেন বেনজেমা। ইউরোপের সফলতম দলটির ইতিহাসে পঞ্চম সর্বোচ্চ গোলদাতা তিনি (২৮১)। জিতেছেন চারটি চ্যাম্পিয়ন্স লিগ, তিনটি লা লিগাসহ অসংখ্য শিরোপা। সম্প্রতি ২০২১-২২ মৌসুমের জন্য ১৩ বারের চ্যাম্পিয়ন্স লিগ জয়ী দলটির দ্বিতীয় অধিনায়ক নির্বাচিত হয়েছেন বেনজেমা। শুরুটাও করেছেন দারুণ। তার জোড়া গোলে আলাভেসের বিপক্ষে ৪-১ গোলে জয় দিয়ে লা লিগা শিরোপা পুনরুদ্ধারের অভিযান শুরুর করে কার্লো আনচেলত্তির দল।