প্রত্যাশা ডেস্ক : মেয়াদ দুই বছর বাড়িয়ে ইহসানুল করিমকেই প্রেস সচিব পদে রেখে দিচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ইহসানুল করিমইহসানুল করিমসচিবের পদমর্যাদায় গত সাত বছর ধরে সরকারপ্রধানের প্রেস সচিবের দায়িত্ব সামলে আসা ইহসানুল করিমের চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ বাড়িয়ে গতকাল রোববার প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
সেখানে বলা হয়, আগের চুক্তির ধারাবাহিকতায় ১৮ জুন বা যোগদানের তারিখ থেকে তার মেয়াদ বৃদ্ধির এ আদেশ কার্যকর হবে। ২০১৫ সালের ১৫ জুন প্রথম দফা এক বছরের জন্য প্রধানমন্ত্রীর প্রেস সচিবের দায়িত্ব পান ইহসানুল করিম। পরে আরও দুই দফায় তিন বছর করে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়। সর্বশেষ ২০১৯ সালে তার চুক্তির মেয়াদ বাড়ানো হয়েছিল, তা গত ১৭ জুন শেষ হয়। প্রধানমন্ত্রীর প্রেস সচিব হওয়ার আগে ইহসানুল করিম রাষ্ট্রপতির প্রেস সচিব এবং বাংলাদেশ সংবাদ সংস্থার ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদকের দায়িত্ব পালন করেন।
আরও দুই বছর প্রধানমন্ত্রীর প্রেস সচিব থাকছেন ইহসানুল
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ