আন্তর্জাতিক ডেস্ক : অধিকৃত পশ্চিম তীরের নেবুলাস শহরে দুই ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে ইসরায়েলি বাহিনী। গতকাল রোববার বিষয়টি নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। মন্ত্রণালয় জানিয়েছে, নিহত মোহাম্মদ আজিজের (২৫) বুকে গুলি লাগে এবং আব্দুর রহমান জামাল সুলেমান (২৮) মাথায় গুলিবিদ্ধ হন। ফিলিস্তিনের নিউজ এজেন্সি ওয়াফা জানায়, ইসরায়েলি বাহিনী মধ্যরাতের পর পুরাত শহর আল ইয়াসমিনা পাড়ায় হামলা চালায়। একটি বাড়িটি দীর্ঘক্ষণ ঘিরে রাখে। অভিযানে অন্তত ১২ জন আহত হয়েছেন, এর মধ্যে একজনের অবস্থা গুরুতর। টুইট বার্তায় ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়েছেন ফিলিস্তিনের জ্যেষ্ঠ কর্মকর্তা হুসেইন আল-শেখ। পশ্চিম তীরে প্রায় সময় অভিযান চালায় ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারাচ্ছেন নিরীহ বেসামরিক ফিলিস্তিনিরা।

























