নিজস্ব প্রতিবেদক : সকাল-সন্ধ্যা হরতাল, তিন দিনের অবরোধের পর মাঝে দুই দিন আজ শুক্র ও আগামীকাল শনিবার বিরতি দিয়ে আগামী ৫ ও ৬ নভেম্বর আবার অবরোধ কর্মসূচি দিয়েছে বিএনপি ও যুগপৎ আন্দোলনে যুক্ত অন্যান্য বিরোধী দল। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচির কথা জানান। এদিকে কর্মসূচির বিষয়ে যুগপৎ আন্দোলনের শরিক দল বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন, আমরা আলোচনা করেছি। যারা শহীদ হয়েছেন তাদের জন্য শুক্রবার সারা দেশের মসজিদ ও অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে দোয়া ও আত্মার শান্তি কামনা করা হবে। রবিবার ও সোমবার (৫ ও ৬ নভেম্বর) দেশব্যাপী সর্বাত্মক অবরোধ কর্মসূচি। এবার জনসমর্থন অর্জনের মাধ্যমে পরবর্তীতে আরও কঠিন কর্মসূচিতে যাওয়ার পরিকল্পনা আছে।
অবরোধ ডেকেছে গণতন্ত্র মঞ্চও
সরকারের পদত্যাগ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচনের দাবিতে আগামী ৫ ও ৬ নভেম্বর (রবি ও সোমবার) সারা দেশে সর্বাত্মক অবরোধ ডেকেছে গণতন্ত্র মঞ্চ। গতকাল বৃহস্পতিবার (২ নভেম্বর) বিকেলে রাজধানীর পল্টনে বিএনপি ও সমমনা দলগুলোর চলমান অবরোধ কর্মসূচিকে সমর্থন দিয়ে গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ সমাবেশ থেকে এই কর্মসূচি ঘোষণা করা হয়।
মঞ্চের সমন্বয়ক জাতীয় সমাজতান্ত্রিক দলের (জেএসডি) সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ নতুন এই কর্মসূচির ঘোষণা করেন।
শহীদ উদ্দিন মাহমুদ বলেন, চলমান সরকারবিরোধী আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার শান্তি কামনা করে আগামী শুক্রবার (৪ নভেম্বর) সারা দেশের সব প্রার্থনালয়, মসজিদ, গির্জা স্ব স্ব ধর্মের মানুষেরা প্রার্থনা করবেন। আর আগামী ৫ ও ৬ নভেম্বর সারা দেশে সর্বাত্মক অবরোধ পালন করা হবে। সমাবেশে বিল্পবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাউয়ুম, ভাসানী অনুসারী পরিষদের আহ্বায়ক শেখ রফিকুল ইসলাম প্রমুখ বক্তব্য দেন।
আরও দুই দিন অবরোধের ডাক
আরও দুই দিন অবরোধের ডাক
ট্যাগস :
আরও দুই দিন অবরোধের ডাক
জনপ্রিয় সংবাদ