অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশের শীর্ষস্থানীয় গ্যাস স্টোভ ব্র্যান্ড আরএফএল গ্যাস স্টোভ ‘আস্থার গল্প’ নামে একটি ক্যাম্পেইন চালু করেছে। ২৩ এপ্রিল রাজধানীর নিকেতনে প্রাণ-আরএফএল প্রোডাকশন হাউসে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন আরএফএল গ্যাস স্টোভের ব্যবসায়িক পরিচালক মো. মনিরুজ্জামান ও জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমী। অনুষ্ঠানে মো. মনিরুজ্জামান বলেন, গুণগত মানসম্পন্ন পণ্য উৎপাদন ও প্রয়োজনীয় বিক্রয়োত্তর সেবা প্রদানের ফলে আরএফএল গ্যাস স্টোভ এদেশের গৃহিণীদের আস্থার পণ্যে পরিণত হয়েছে। আমাদের চারপাশে প্রতিনিয়ত এরকম আস্থার ঘটনা ঘটে। এ আস্থাটি হতে পারে বন্ধুর ওপর, পরিবারের কোনো সদস্যদের ওপর অথবা কোনো পণ্যের ওপর। তিনি আরও বলেন, আমাদের ভোক্তাদের এরকম আস্থার গল্প ছড়িয়ে দেওয়ার জন্যই এ ক্যাম্পেইন চালু করা হয়েছে। গল্পগুলো বাছাই করে সেরা তিনজনকে পুরস্কৃত করা হবে। পুরস্কার হিসেবে থাকবে কিচেন সল্যুশন প্যাকেজ।
ক্যাম্পেইনটি চলবে ১৫ মে পর্যন্ত। ক্যাম্পেইন চলাকালীন আস্থার গল্প পাঠানো যাবে আরএফএল গ্যাস স্টোভের ফেসবুক পেজের মাধ্যমে।
অনুষ্ঠানে আরএফএল গ্যাস স্টোভের হেড অব মার্কেটিং শরিফুল ইসলাম ও সিনিয়র ব্র্যান্ড ম্যানেজার রকিবুল আহসানসহ কোম্পানির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরএফএল গ্যাস স্টোভের ‘আস্থার গল্প’ ক্যাম্পেইন শুরু
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ