ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাবে বাংলাদেশ

  • আপডেট সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪
  • ৩ বার পড়া হয়েছে

ক্রীড়া প্রতিবেদক: আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বাংলাদেশের মেয়েরা হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চাইছেন। অনুশীলনে দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন সংবাদ মাধ্যমকে তেমনটাই জানিয়েছেন। মিরপুর উইকেটে বৈচিত্রের শেষ নেই। এমন উইকেটে তাই স্বাগতিক বাংলাদেশকে কখনো কখনো নাস্তানাবুদ হতে হয়। কিছুটা স্লো এবং লো উইকেটে ব্যাটারদের রীতিমতো লড়াই করতে হয়। তার পরেও হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ফাহিমা, ‘আসলে দেখুন, আমাদের এশিয়া মহাদেশের দলগুলো এবং আপনারাও জানেন আমাদের পিচ কন্ডিশন নিয়ে। এখন এফটিপির যে খেলাগুলো খেলছি, আমি মনে করি স্পোর্টিং উইকেটে খুব কম খেলি। সেক্ষেত্রে আমাদের সেদিকে (স্পোর্টিং উইকেট) গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ড থেকেও হয়তোবা সে ধরনের পিচে খেলে আমাদের মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এ কারণে হয়তো একটু দূরত্ব তৈরি হয়। আমি মনে করি হোম কন্ডিশনের যে সুবিধা পাবো, সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি।’ বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করলেও টানা ম্যাচ হারায় আগেভাগে বিদায় নেয় তারা। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ভীষণরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ তৈরি করতে হলে সবগুলো ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে, ‘বিশ্বকাপে যখন প্রথম ম্যাচ জিতেছিলাম, আমাদের আশা অনেক বেড়ে গিয়েছিল। ইংল্যান্ডের সঙ্গেও দেখলাম যে ভালো ক্রিকেট খেলেছি। সেক্ষেত্রে আমাদের আরও একটা ম্যাচ জেতার সুযোগ ছিল। বিশ্বকাপের পর বলবো আমাদের সামনে যে সিরিজটা এখন, সেটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। দল হিসেবে মনে হয় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’ শেন ওয়ার্ন-রশিদ খানদের মতো চ্যাম্পিয়ন লেগস্পিনারদের বিশ্বজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফ্যানবেজ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগস্পিনার ফাহিমা খাতুনের মুখে আজ শোনা গেছে তারকা লেগিদের নাম, ‘প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে রশিদ খান ও শেন ওয়ার্নের খুব বেশি ভক্ত। আমাদের যে লেগস্পিন গ্রুপ আছে, এখানকার যে কন্ডিশন, সেক্ষেত্রে আমার চাওয়া লেগস্পিন গ্রুপটা সামনে নেতৃত্ব দেবে।’

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আয়ারল্যান্ডের বিপক্ষে হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাবে বাংলাদেশ

আপডেট সময় : ০৮:০৪:১৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪

ক্রীড়া প্রতিবেদক: আয়ারল্যান্ড নারী ক্রিকেট দলের বিপক্ষে সীমিত ওভারের ক্রিকেট ম্যাচ খেলবে বাংলাদেশ দল। আগামী ২৭ নভেম্বর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শুরু হচ্ছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। এই সিরিজ শেষে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরু হবে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। এই সিরিজে বাংলাদেশের মেয়েরা হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগাতে চাইছেন। অনুশীলনে দলের লেগ স্পিনার ফাহিমা খাতুন সংবাদ মাধ্যমকে তেমনটাই জানিয়েছেন। মিরপুর উইকেটে বৈচিত্রের শেষ নেই। এমন উইকেটে তাই স্বাগতিক বাংলাদেশকে কখনো কখনো নাস্তানাবুদ হতে হয়। কিছুটা স্লো এবং লো উইকেটে ব্যাটারদের রীতিমতো লড়াই করতে হয়। তার পরেও হোম কন্ডিশনের সুবিধা কাজে লাগানোর ব্যাপারে আত্মবিশ্বাসী ফাহিমা, ‘আসলে দেখুন, আমাদের এশিয়া মহাদেশের দলগুলো এবং আপনারাও জানেন আমাদের পিচ কন্ডিশন নিয়ে। এখন এফটিপির যে খেলাগুলো খেলছি, আমি মনে করি স্পোর্টিং উইকেটে খুব কম খেলি। সেক্ষেত্রে আমাদের সেদিকে (স্পোর্টিং উইকেট) গুরুত্ব দেওয়া হচ্ছে। বোর্ড থেকেও হয়তোবা সে ধরনের পিচে খেলে আমাদের মানিয়ে নেওয়ার জন্য চেষ্টা করছে। এ কারণে হয়তো একটু দূরত্ব তৈরি হয়। আমি মনে করি হোম কন্ডিশনের যে সুবিধা পাবো, সেটা সঠিকভাবে কাজে লাগাতে পারি।’ বাংলাদেশ নারী ক্রিকেট দল আন্তর্জাতিক ক্রিকেটে সবশেষ ম্যাচ খেলেছে অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে। টুর্নামেন্টের শুরুটা জয় দিয়ে করলেও টানা ম্যাচ হারায় আগেভাগে বিদায় নেয় তারা। আইরিশদের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজটি ভীষণরকম গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ভারতে অনুষ্ঠিত বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ তৈরি করতে হলে সবগুলো ম্যাচ জয়ের বিকল্প নেই বাংলাদেশ দলের সামনে, ‘বিশ্বকাপে যখন প্রথম ম্যাচ জিতেছিলাম, আমাদের আশা অনেক বেড়ে গিয়েছিল। ইংল্যান্ডের সঙ্গেও দেখলাম যে ভালো ক্রিকেট খেলেছি। সেক্ষেত্রে আমাদের আরও একটা ম্যাচ জেতার সুযোগ ছিল। বিশ্বকাপের পর বলবো আমাদের সামনে যে সিরিজটা এখন, সেটা খুব গুরুত্বপূর্ণ হিসেবে দেখছি। দল হিসেবে মনে হয় আমাদের প্রস্তুতি ভালো হয়েছে।’ শেন ওয়ার্ন-রশিদ খানদের মতো চ্যাম্পিয়ন লেগস্পিনারদের বিশ্বজুড়ে তৈরি হয়েছে অসংখ্য ফ্যানবেজ। বাংলাদেশ নারী ক্রিকেট দলের লেগস্পিনার ফাহিমা খাতুনের মুখে আজ শোনা গেছে তারকা লেগিদের নাম, ‘প্রথম থেকেই আমি ব্যক্তিগতভাবে রশিদ খান ও শেন ওয়ার্নের খুব বেশি ভক্ত। আমাদের যে লেগস্পিন গ্রুপ আছে, এখানকার যে কন্ডিশন, সেক্ষেত্রে আমার চাওয়া লেগস্পিন গ্রুপটা সামনে নেতৃত্ব দেবে।’