প্রত্যাশা ডে¯ : আমেরিকার হুমকিতে ভীত নয় রাশিয়া। উল্টা আমেরিকাকে পাল্টা জবাব দিলো তারা।রাশিয়া বলেছে, আমেরিকার যুদ্ধকামী বাগাড়ম্বর ওয়াশিংটন ও মস্কোর সম্পর্কে উত্তেজনা প্রশমনে কোনো কাজে আসবে না। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এই সতর্কবাণী উচ্চারণ করে বলেছেন, গত কয়েক সপ্তাহে আমরা আমেরিকার পক্ষ থেকে আক্রমণাত্মক অনেক বাগাড়ম্বর শুনেছি। দুঃখজনকভাবে এ ধরনের বাগাড়ম্বর উত্তেজনা প্রশমনে সাহায্য করবে না।
সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় দুই ঘণ্টা বৈঠক করেন। ওই বৈঠকে দুইপক্ষ মূলত ইউক্রেন পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এছাড়া, দ্বিপক্ষীয় সম্পর্ক, সাইবার নিরাপত্তা ও ইরানের পরমাণু আলোচনা নিয়েও তাদের মধ্যে কথা হয়। ভিডিও সংলাপে বাইডেন পুতিনকে হুঁশিয়ার করে দিয়ে বলেন, রাশিয়া ইউক্রেনে হামলা করলে দেশটিকে ‘ধ্বংসাত্মক অর্থনৈতিক পরিণতি’র সম্মুখীন হতে এবং চড়া মূল্য দিতে হবে। আমেরিকাসহ পশ্চিমা দেশগুলো ইউক্রেন সীমান্তে রুশ সেনা সমাবেশের বিরোধিতা করে দাবি করছে, ইউক্রেনে সামরিক আগ্রাসন চালাতে সেনা সমাবেশ ঘটিয়েছে রাশিয়া। তবে মস্কো এ অভিযোগ অস্বীকার করে বলেছে, একটি স্বাধীন দেশ হিসেবে নিজের যেকোনো স্থানে সামরিক তৎপরতা চালানোর অধিকার রাশিয়ার রয়েছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উল্টো অভিযোগ করেছেন, ন্যাটো জোট রাশিয়ায় হামলা চালাতে চায়।
আমেরিকার হুমকির পাল্টা জবাব দিল রাশিয়া
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ