চৌরাস্তার মোড়ে আমাকে
এলোমেলো হাঁটতে দেখে
কোনো গোয়েন্দা পুলিশ
সন্দেহের বশে নিষ্ঠুর আঘাতে রক্ত ঝরালেও
আমি হেঁটে যাবো গটগট পায়ে
কাউকে বলতেও যাব না আমি নির্দোষ-
সাধারণ জনতা সারি বেঁধে দাঁড়িয়ে
হয়তো কেউ কেউ দুঃখ পাবে মনে মনে-
আর তখন দুটি পা ধীরে ধীরে এগিয়ে
যাবে কোনো নির্জন আশ্রয়ে
না এই মুহূর্তে চোখের পানি ঝরানো বোকামিই হবে
তারচেয়ে বরং প্রকৃতির এই অকৃত্রিম ভালোবাসার
বাতাসে নিজেকে একটু শীতল করি
তোমাদের ভাবনায় এ ভবঘুরের কোনও লজ্জার
উপলব্ধি আসিনি-
আমি যে অবনীকে হৃদয়ে ধারণ করি
তার অবহেলা আমাকে প্রতি মুহূর্তে
গনগনে আগুনের তাপে পুড়ে পুড়ে
ছাই হয়ে নিঃশব্দে নিঃশেষ হতে থাকে!!
কবি: সাজেদ বিশ্বাস