বিনোদন ডেস্ক: মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম বৃহস্পতিবার (২০ অক্টোবর) সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে।’
পোস্টের শুরুতেই মেঘনা আলম বলেন, ‘যেসব মূর্খ, গুজব প্রচারকারী, দুর্নীতিবাজ, চরিত্রহীন টাকার জন্য নিজের দেশের ইমেজ ও নাগরিকের ইমেজ বিক্রির চক্রান্তকারী, প্রভুর দোষ লুকাতে মেঘনা আলমকে আওয়ামী দোষর হিসেবে বানোওয়াট উপস্থাপন করার চেষ্টা করেছে, তাদের জন্য এক বালতি সমবেদনা।’
তিনি বলেন, ‘আমার সঙ্গে এ রকম ঘনিষ্ঠ ছবি কোনো আওয়ামী নেতার নেই, একসঙ্গে কোথাও মিট করা, বিদেশ ভ্রমণ করার হিসাব ও প্রফেসর ইউনূস ছাড়া আর কারো সঙ্গে নেই। সারা জীবন মানুষ আমাকে ইউনূসের মেয়ে বলে ডেকে এসেছে, বাস্তবে বামপন্থী আন্তর্জাতিক রাজনৈতিক স্বনামধন্য লিডারদের পরিবারের মেয়ে হয়েও আমি সারা পৃথিবীর সঙ্গে প্রফেসর ইউনূসের হয়ে লড়াই করেছি।’
মেঘনা আলম মিস আর্থ বাংলাদেশ ২০২০-এর মুকুট অর্জন করেন এবং একই বছর বাংলাদেশকে মিস আর্থ ২০২০ প্রতিযোগিতায় প্রথমবারের মতো প্রতিনিধিত্ব করেন।
তিনি মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন হিসেবেও দায়িত্ব পালন করছেন।
ওআ/আপ্র/২০/১১/২০২৫
























