ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আমি ভেঙে পড়েছি : মিমি

  • আপডেট সময় : ১২:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট সরকার। বিলকিস বানুকে গণধর্ষণ মামলায় কারাদ-প্রাপ্ত আসামিদের মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। আদালতের এই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরাও। এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ নিয়ে একটি টুইট করেছেন এই অভিনেত্রী। তাতে তিনি বলেন—‘গণধর্ষণে দোষী সাব্যস্ত ১১ জনকে কীসের ভিত্তিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলো? ১৫ আগস্টের ভাষণটি কী নিয়ে ছিল? আপনি কি নারীর সম্মান ও অধিকারের কথা বলেছিলেন? একজন নারী হিসেবে আমি ক্ষুব্ধ ও ভেঙে পড়েছি।’
বিলকিস বানু নিজেও একটি বিবৃতি প্রকাশ করেছেন। যা প্রকাশ্যে আনেন তার আইনজীবী শোভা। আদালতের এই সিদ্ধান্তে ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস নড়ে গিয়েছে বিকিসের। বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২০ বছরের ট্রমা আমার উপর আবার বয়ে গেল যখন আমি শুনলাম যে ১১ জন দোষী সাব্যস্ত ব্যক্তি যারা আমার পরিবার এবং আমার জীবন ধ্বংস করেছে, এমনকী আমার কাছ থেকে আমার তিন বছরের মেয়েকেও কেড়ে নিয়েছে, তারা আজ মুক্ত হয়ে হেঁটে বেড়াচ্ছে।’ ২০০২ সালে গুজরাটে দাঙ্গার সময়ে বিলকিস বানুকে গণধর্ষণ এবং তার পরিবারের আরো ৭ জনকে হত্যা করার অভিযোগে ২০০৮ সালে মুম্বাইয়ের এক বিশেষ সিবিআই কোর্ট অভিযুক্তদের যাবজ্জীবন কারাদ- দেন। পরে সেই রায় বহাল রাখেন বম্বে হাইকোর্ট। ১৫ বছরের বেশি সময় কারাবাসের পর, আসামিদের একজন সুপ্রিম কোর্টে মুক্তির আবেদন করেন। সুপ্রিম কোর্ট বিষয়টি গুজরাট সরকারের কোর্টে দায়িত্ব দেয়। গুজরাট সরকার তাদের সাজা মওকুফের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। এরপর এ বিষয়ে গঠিত কমিটি ১১ জনের মুক্তির সুপারিশ করে।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমি ভেঙে পড়েছি : মিমি

আপডেট সময় : ১২:৩০:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অগাস্ট ২০২২

বিনোদন ডেস্ক : গণধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদ-প্রাপ্ত ১১ জনকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারতের গুজরাট সরকার। বিলকিস বানুকে গণধর্ষণ মামলায় কারাদ-প্রাপ্ত আসামিদের মুক্তির সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়েছে বিরোধী দল। আদালতের এই আদেশ প্রত্যাহারের দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করছেন নেটিজেনরাও। এবার বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন তৃণমূল সাংসদ ও টলিউড অভিনেত্রী মিমি চক্রবর্তী। এ নিয়ে একটি টুইট করেছেন এই অভিনেত্রী। তাতে তিনি বলেন—‘গণধর্ষণে দোষী সাব্যস্ত ১১ জনকে কীসের ভিত্তিতে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত হলো? ১৫ আগস্টের ভাষণটি কী নিয়ে ছিল? আপনি কি নারীর সম্মান ও অধিকারের কথা বলেছিলেন? একজন নারী হিসেবে আমি ক্ষুব্ধ ও ভেঙে পড়েছি।’
বিলকিস বানু নিজেও একটি বিবৃতি প্রকাশ করেছেন। যা প্রকাশ্যে আনেন তার আইনজীবী শোভা। আদালতের এই সিদ্ধান্তে ভারতীয় বিচার ব্যবস্থার প্রতি বিশ্বাস নড়ে গিয়েছে বিকিসের। বিবৃতিতে তিনি বলেন, ‘গত ২০ বছরের ট্রমা আমার উপর আবার বয়ে গেল যখন আমি শুনলাম যে ১১ জন দোষী সাব্যস্ত ব্যক্তি যারা আমার পরিবার এবং আমার জীবন ধ্বংস করেছে, এমনকী আমার কাছ থেকে আমার তিন বছরের মেয়েকেও কেড়ে নিয়েছে, তারা আজ মুক্ত হয়ে হেঁটে বেড়াচ্ছে।’ ২০০২ সালে গুজরাটে দাঙ্গার সময়ে বিলকিস বানুকে গণধর্ষণ এবং তার পরিবারের আরো ৭ জনকে হত্যা করার অভিযোগে ২০০৮ সালে মুম্বাইয়ের এক বিশেষ সিবিআই কোর্ট অভিযুক্তদের যাবজ্জীবন কারাদ- দেন। পরে সেই রায় বহাল রাখেন বম্বে হাইকোর্ট। ১৫ বছরের বেশি সময় কারাবাসের পর, আসামিদের একজন সুপ্রিম কোর্টে মুক্তির আবেদন করেন। সুপ্রিম কোর্ট বিষয়টি গুজরাট সরকারের কোর্টে দায়িত্ব দেয়। গুজরাট সরকার তাদের সাজা মওকুফের বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দেয়। এরপর এ বিষয়ে গঠিত কমিটি ১১ জনের মুক্তির সুপারিশ করে।