কাব্য কবির : আমায় তুমি ভুল বুঝনা,আমি তোমার কবি,
তোমায় নিয়ে পদ্য লিখি আঁকি মনে ছবি।
তোমার জন্য চাঁদের আলো পদ্যে টেনে আনি,
তোমায় আমি ভালোবাসি হউক না জানাজানি।
তোমায় আমি ভালোবাসি জানুক দুটি মন,
মনের ঘরে রাখতে ইচ্ছে তোমায় সারাক্ষণ।
তোমায় পায়ে নূপূর যখন ঝুমুরঝুমুর বাজে,
হারিয়ে যাই তখন তোমার ভালোবাসার মাঝে।
ভালো লাগে তোমার মাথার ভ্রমর কালো চুল,
চুলের খোঁপায় গুঁজে দেবো হাসনেহেনা ফুল।
ঠোঁটে তোমার লাল লিভিস্টিক, কপালে টিপ দেবো,
আমেরিকা ঘুরতে তোমায় প্লানেতে নেবো।
বধু হয়ে এলে হবে আঁধার ঘরের বাতি,
আমায় তুমি ভাবতে পারো কবি এবং সাথী।