ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ২৭ নভেম্বর ২০২৪, ১২ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ

আমি তোমার কবি

  • আপডেট সময় : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১
  • ৫১ বার পড়া হয়েছে

কাব্য কবির : আমায় তুমি ভুল বুঝনা,আমি তোমার কবি,
তোমায় নিয়ে পদ্য লিখি আঁকি মনে ছবি।
তোমার জন্য চাঁদের আলো পদ্যে টেনে আনি,
তোমায় আমি ভালোবাসি হউক না জানাজানি।

তোমায় আমি ভালোবাসি জানুক দুটি মন,
মনের ঘরে রাখতে ইচ্ছে তোমায় সারাক্ষণ।
তোমায় পায়ে নূপূর যখন ঝুমুরঝুমুর বাজে,
হারিয়ে যাই তখন তোমার ভালোবাসার মাঝে।

ভালো লাগে তোমার মাথার ভ্রমর কালো চুল,
চুলের খোঁপায় গুঁজে দেবো হাসনেহেনা ফুল।
ঠোঁটে তোমার লাল লিভিস্টিক, কপালে টিপ দেবো,
আমেরিকা ঘুরতে তোমায় প্লানেতে নেবো।

বধু হয়ে এলে হবে আঁধার ঘরের বাতি,
আমায় তুমি ভাবতে পারো কবি এবং সাথী।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমি তোমার কবি

আপডেট সময় : ১০:৫৯:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ডিসেম্বর ২০২১

কাব্য কবির : আমায় তুমি ভুল বুঝনা,আমি তোমার কবি,
তোমায় নিয়ে পদ্য লিখি আঁকি মনে ছবি।
তোমার জন্য চাঁদের আলো পদ্যে টেনে আনি,
তোমায় আমি ভালোবাসি হউক না জানাজানি।

তোমায় আমি ভালোবাসি জানুক দুটি মন,
মনের ঘরে রাখতে ইচ্ছে তোমায় সারাক্ষণ।
তোমায় পায়ে নূপূর যখন ঝুমুরঝুমুর বাজে,
হারিয়ে যাই তখন তোমার ভালোবাসার মাঝে।

ভালো লাগে তোমার মাথার ভ্রমর কালো চুল,
চুলের খোঁপায় গুঁজে দেবো হাসনেহেনা ফুল।
ঠোঁটে তোমার লাল লিভিস্টিক, কপালে টিপ দেবো,
আমেরিকা ঘুরতে তোমায় প্লানেতে নেবো।

বধু হয়ে এলে হবে আঁধার ঘরের বাতি,
আমায় তুমি ভাবতে পারো কবি এবং সাথী।