ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬

আমি ক্যানসারে আক্রান্ত: বাইডেন

  • আপডেট সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২
  • ১৪৯ বার পড়া হয়েছে

বিদেশের খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন করে ছড়িয়েছে। বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে একটি কয়লা খনি পরিদর্শনের পর দেওয়া ভাষণে বাইডেন জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জো বাইডেন ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সেই রোগের চিকিৎসা করান তিনি এবং সুস্থ হয়ে ওঠেন। তেল শোধনাগার থেকে নির্গমনের কারণে যে ক্ষতি হয় সেই বিষয়েই ভাষণে আলোচনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কথা প্রসঙ্গে তিনি ডেলাওয়্যারে তার শৈশবের বাড়ির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি হাঁটতে শেখারও আগে থেকে আমার মা আমায় গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। মনে আছে প্রথম তুষারপাতের সময় জানালায় ছিটকে পড়া তেল সরাতে উইন্ডশিল্ড ওয়াইপার লাগাতে হয়েছিল। জানেন তার ফল কী হয়েছিল? এই কারণেই আমি এবং আরও অনেক লোক যাদের সঙ্গে আমি বড় হয়েছি, আমরা ক্যানসারে আক্রান্ত হয়েছি। এই কারণেই দীর্ঘ সময় ধরে, গোটা দেশের মধ্যে ডেলাওয়্যারে ক্যানসারের হার সবচেয়ে বেশি। ’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে অনেক হইচই পড়ে যায়। অনেকেই জানতে চান, এই মন্তব্যটি কি মার্কিন প্রেসিডেন্টের ভুলবশত বললেন? যেমনটা তিনি প্রায়শই করে থাকেন? নাকি এটা তার স্বীকারোক্তি? প্রসঙ্গত, মার্কিন আইন অনুসারে, গুরুতর মানসিক বা শারীরিক অসুস্থতা থাকলে প্রেসিডেন্ট পদে থাকা যায় না।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আমি ক্যানসারে আক্রান্ত: বাইডেন

আপডেট সময় : ০১:১৯:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ জুলাই ২০২২

বিদেশের খবর ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের স্বাস্থ্য নিয়ে জল্পনা নতুন করে ছড়িয়েছে। বুধবার (২০ জুলাই) যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে একটি কয়লা খনি পরিদর্শনের পর দেওয়া ভাষণে বাইডেন জানান, তিনি ক্যানসারে আক্রান্ত। তবে হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে, জো বাইডেন ত্বকের ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। গত বছরের জানুয়ারি মাসে মার্কিন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার আগেই সেই রোগের চিকিৎসা করান তিনি এবং সুস্থ হয়ে ওঠেন। তেল শোধনাগার থেকে নির্গমনের কারণে যে ক্ষতি হয় সেই বিষয়েই ভাষণে আলোচনা করছিলেন মার্কিন প্রেসিডেন্ট। কথা প্রসঙ্গে তিনি ডেলাওয়্যারে তার শৈশবের বাড়ির কথা উল্লেখ করেন। তিনি বলেন, ‘আমি হাঁটতে শেখারও আগে থেকে আমার মা আমায় গাড়িতে করে বিভিন্ন জায়গায় নিয়ে যেতেন। মনে আছে প্রথম তুষারপাতের সময় জানালায় ছিটকে পড়া তেল সরাতে উইন্ডশিল্ড ওয়াইপার লাগাতে হয়েছিল। জানেন তার ফল কী হয়েছিল? এই কারণেই আমি এবং আরও অনেক লোক যাদের সঙ্গে আমি বড় হয়েছি, আমরা ক্যানসারে আক্রান্ত হয়েছি। এই কারণেই দীর্ঘ সময় ধরে, গোটা দেশের মধ্যে ডেলাওয়্যারে ক্যানসারের হার সবচেয়ে বেশি। ’ সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ক্লিপটি প্রকাশের সঙ্গে সঙ্গে অনেক হইচই পড়ে যায়। অনেকেই জানতে চান, এই মন্তব্যটি কি মার্কিন প্রেসিডেন্টের ভুলবশত বললেন? যেমনটা তিনি প্রায়শই করে থাকেন? নাকি এটা তার স্বীকারোক্তি? প্রসঙ্গত, মার্কিন আইন অনুসারে, গুরুতর মানসিক বা শারীরিক অসুস্থতা থাকলে প্রেসিডেন্ট পদে থাকা যায় না।