বিনোদন প্রতিবেদক: দয়া করে আমাকে মডেল অভিনেত্রী এগুলো বলবেন না; এগুলো একটু পড়তে আমার কাছে লজ্জা লাগে; কারণ আমার পরিচয় হচ্ছে- আমি একজন রাজনৈতিক প্রশিক্ষক।
মঙ্গলবার (১১ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আজহারুল ইসলামের আদালতে হাজিরা দিতে এসে মিস বাংলাদেশ ফাউন্ডেশনের চেয়ারপারসন মেঘনা আলম এসব কথা বলেন।
এ সময় তিনি বলেন, আমি একজন রাজনৈতিক প্রশিক্ষক এবং মিস আর্থ বাংলাদেশ ২০২০ এ ছিলাম। কিন্তু ২০২৪- ২৫ বিগত দুই বছর ধরে আমি মিস আর্থের ন্যাশনাল ডিরেক্টর। এখনও সামনে আমি ন্যাশনাল ডিরেক্টর হিসেবেই কাজ করব। তো আমার এই ইনফরমেশনগুলো আমরা দেখি আপনারা যখন সংবাদপত্রে লেখেন, বা ভিডিওতে দেখান, অনেক সময় আমাকে অন্য কোনো পরিচয় বা অন্য কোনো নামে দেয়া হয়, সেটা করবেন না । কাইন্ডলি মিডিয়ার কাছে আমি আরেকবার ক্লিয়ার করব- মেঘনা আলম রাজনৈতিক প্রশিক্ষক, মিস বাংলাদেশের ন্যাশনাল ডিরেক্টর। দয়া করে আমাকে মডেল, অভিনেত্রী এগুলো বলবেন না।
এগুলো একটু পড়তে আমার কাছে লজ্জা লাগে, কারণ আমি কখনোই কোনো জায়গায় অভিনয় করিনি ।
প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে করা মামলায় মঙ্গলবার আদালতে হাজিরা দেন আলোচিত মডেল মেঘনা আলম। মামলার শুনানিতে তদন্তকারী কর্মকর্তা মেঘনার জব্দ করা মোবাইল ফোন ও ল্যাপটপের ফরেনসিক প্রতিবেদন দাখিল করতে ব্যর্থ হন। এ সময় আদালত প্রতিবেদনের জন্য নতুন তারিখ ধার্য করেন।
ওআ/আপ্র/১১/১১/২০২৫

























