ঢাকা ০৪:২৭ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

  • আপডেট সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬
  • ৩৪ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

খুলনা সংবাদদাতা: খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বাপ্পি। অভিযোগে বলা হয়েছে, আমির হামজা একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা জনসম্মুখে অবমাননাকর এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

মামলাটি সোমবার (১৯ জানুয়ারি) সকালে খুলনার সোনাডাঙ্গা আমলী আদালতে দায়ের করা হয়েছে। মামলায় আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে এবং পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। বাদীর পক্ষে মামলা করেছেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, উক্ত বক্তব্যের কারণে মরহুম আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্মৃতি সংসদের সদস্যদের ওপর চরম মানহানি হয়েছে। ন্যায়বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে এবং দণ্ডবিধির ৫০০ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।

এসি/আপ্র/১৯/১/২০২৬

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা

আপডেট সময় : ০৩:৫৫:১০ অপরাহ্ন, সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬

খুলনা সংবাদদাতা: খুলনা কুষ্টিয়া-৩ আসনের জামায়াতে ইসলামীর প্রার্থী আমির হামজার বিরুদ্ধে মানহানি মামলা দায়ের হয়েছে। মামলাটি করেছেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খুলনা মহানগর সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম বাপ্পি। অভিযোগে বলা হয়েছে, আমির হামজা একটি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়ানো ভিডিওতে প্রয়াত আরাফাত রহমান কোকোর নাম নিয়ে কটূক্তি ও কুরুচিপূর্ণ মন্তব্য করেছেন। যা জনসম্মুখে অবমাননাকর এবং সামাজিকভাবে ব্যাপক ক্ষতি সাধন করেছে।

মামলাটি সোমবার (১৯ জানুয়ারি) সকালে খুলনার সোনাডাঙ্গা আমলী আদালতে দায়ের করা হয়েছে। মামলায় আমির হামজাকে একমাত্র আসামি করা হয়েছে এবং পাঁচজনকে সাক্ষী করা হয়েছে। বাদীর পক্ষে মামলা করেছেন অ্যাডভোকেট মো. বাবুল হাওলাদার।

মামলায় উল্লেখ করা হয়েছে যে, উক্ত বক্তব্যের কারণে মরহুম আরাফাত রহমান কোকো, তার পরিবার, বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী এবং স্মৃতি সংসদের সদস্যদের ওপর চরম মানহানি হয়েছে। ন্যায়বিচারের আশায় মামলা দায়ের করা হয়েছে এবং দণ্ডবিধির ৫০০ ধারায় গ্রেফতারি পরোয়ানা জারির আবেদন করা হয়েছে।

সোনাডাঙ্গা আমলী আদালতের বিচারক আসাদুজ্জামান খান মামলাটি গ্রহণ করে সোনাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দিয়েছেন। এ ঘটনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তদন্ত চালিয়ে আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে বলে আশা করা যাচ্ছে।

এসি/আপ্র/১৯/১/২০২৬