ঢাকা ০৫:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ০৯ জুলাই ২০২৫

আমির হামজার পুরস্কার বাতিল, তথ্যদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা

  • আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২
  • ৮৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাতিল হওয়া বীর মুক্তিযোদ্ধা আমির হামজার বিষয়ে যারা ভুল তথ্য দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে জড়িতদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল শনিবার সাংবাদিকদের মন্ত্রী বলেন, এ ঘটনায় যারা ভুল তথ্য দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জড়িতদের শোকজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। তাকে কেন পুরস্কারের জন্য মনোনীত করা হলো, সে বিষয়ে ব্যাখা চাইতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
এবার স্বাধীনতা পুরস্কারের জন্য ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করা হয়। এ পুরস্কারের জন্য মনোনীত করা সাহিত্যিক ও পাঠকমহলে একেবারে পরিচয়হীন আমির হামজার নাম। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সাহিত্য অঙ্গনেও এ নিয়ে তৈরি হয় ব্যাপক ক্ষোভ। এসব বিতর্ক ও সমালোচনার মুখে শুক্রবার স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় আমির হামজার নাম নেই।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েও তালিকা থেকে নাম বাদ দেওয়ার নজির এর আগেও দেখা গেছে। সাহিত্যে অবদানের জন্য ২০০০ সালে একজনের নাম বাদ দেওয়া হয়েছিল। ওই বছর সাহিত্যে রইজ উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে তার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমির হামজার পুরস্কার বাতিল, তথ্যদাতাদের বিরুদ্ধে ব্যবস্থা

আপডেট সময় : ০২:১২:২৭ অপরাহ্ন, শনিবার, ১৯ মার্চ ২০২২

নিজস্ব প্রতিবেদক : স্বাধীনতা পুরস্কারের তালিকা থেকে বাতিল হওয়া বীর মুক্তিযোদ্ধা আমির হামজার বিষয়ে যারা ভুল তথ্য দিয়েছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে সরকার। ইতোমধ্যে জড়িতদের শোকজ করার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির আহ্বায়ক মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক।
গতকাল শনিবার সাংবাদিকদের মন্ত্রী বলেন, এ ঘটনায় যারা ভুল তথ্য দিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ইতোমধ্যে জড়িতদের শোকজ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্ত্রিপরিষদ সচিবকে বলা হয়েছে। তাকে কেন পুরস্কারের জন্য মনোনীত করা হলো, সে বিষয়ে ব্যাখা চাইতে কমিটির পক্ষ থেকে বলা হয়েছে বলে জানান মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী।
এবার স্বাধীনতা পুরস্কারের জন্য ১০ ব্যক্তি ও এক প্রতিষ্ঠানকে চূড়ান্ত মনোনীত করা হয়। এ পুরস্কারের জন্য মনোনীত করা সাহিত্যিক ও পাঠকমহলে একেবারে পরিচয়হীন আমির হামজার নাম। এরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে সমালোচনার ঝড় ওঠে। সাহিত্য অঙ্গনেও এ নিয়ে তৈরি হয় ব্যাপক ক্ষোভ। এসব বিতর্ক ও সমালোচনার মুখে শুক্রবার স্বাধীনতা পুরস্কারের নতুন তালিকা প্রকাশ করা হয়। সেই তালিকায় আমির হামজার নাম নেই।
স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনয়ন দিয়েও তালিকা থেকে নাম বাদ দেওয়ার নজির এর আগেও দেখা গেছে। সাহিত্যে অবদানের জন্য ২০০০ সালে একজনের নাম বাদ দেওয়া হয়েছিল। ওই বছর সাহিত্যে রইজ উদ্দিনকে মনোনয়ন দেওয়ায় বিভিন্ন মহল থেকে সমালোচনার মুখে তার নাম বাদ দিয়ে নতুন তালিকা প্রকাশ করে মন্ত্রিপরিষদ বিভাগ।