আন্তর্জাতিক ডেস্ক: সংযুক্ত আরব আমিরাতে বিগ টিকিট লটারিতে প্রায় ৪৬ কোটি টাকা (২ কোটি দিরহাম*) জিতেছেন ভারতীয় এক প্রবাসী রঞ্জিত সোমারাজান ও তার ৯ সহযোগী। তার সহযোগীদের মধ্যে ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও নেপালের নাগরিক রয়েছেন। শনিবার আমিরাতের সংবাদমাধ্যম খালিজ টাইমস এখবর জানিয়েছে।
সোমারাজান ভারতের কেরালার বাসিন্দা। আবু ধাবিতে তিনি ট্যাক্সি চালক হিসেবে কাজ করেন। গত তিন বছর ধরে তিনি লটারির টিকে যাচ্ছেন
লটারি জেতার প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রথম পুরস্কার পাব তা কখনও ভাবিনি। আমার সব সময় আশা থাকত দ্বিতীয় বা তৃতীয় পুরস্কার পাওয়ার। এবারের বিগ টিকিট লটারিতে দ্বিতীয় পুরস্কার ছিল ৩০ লাখ দিরহাম ও তৃতীয় পুরস্কার ১০ লাখ দিরহাম। এবার দ্বিতীয় পুরস্কারও পেয়েছেন আরেকজন ভারতীয় প্রবাসী। তৃতীয় পুরস্কার জিতেছেন ইন্দোনেশিয়ার এক নাগরিক। সোমারাজান বলেন, আমি ২০০৮ সাল থেকে আমিরাতে আছি। দুবাই ট্যাক্সিসহ বিভিন্ন কোম্পানিতে আমি চালক হিসেবে কাজ করেছি। একটি কোম্পানিতে গাড়ি চালানো ও বিক্রয়কর্মীরও কাজ করেছি। কিন্তু বেতন কম হওয়ায় কঠিন জীবন পার করতে হয়েছে। লটারিতে পাওয়া টাকা সোমারাজান আরও ৯ জনের সঙ্গে ভাগাভাগি করবেন। সম্প্রতি এদের সঙ্গে তার পরিচয় হয়েছে। এই বিষয়ে তিনি বলেন, আমরা মোট দশজন। অন্যরা ভারত, পাকিস্তান, নেপাল ও বাংলাদেশের নাগরিক। তারা হোটেলের একটি ভ্যালেট পার্কিংয়ে কাজ করেন। প্রত্যেকে ১০০ দিরহাম দিয়েছেন। দুটি কিনলে একটি ফ্রি অফারে আমরা টিকিট কিনি। ২৯ জুন টিকিটগুলো আমার নামে ছিল। তিনি আরও বলেন, সবাইকে নিজের ভাগ্য পরীক্ষা চালিয়ে যেতে বলব। আমি নিশ্চিত ছিলাম আমার সৌভাগ্যের দিন আসবে। * ১ দিরহাম=২৩ টাকা।
আমিরাতে লটারিতে ৪৬ কোটি টাকা জিতলেন ভারতীয় প্রবাসী
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ