ঢাকা ০১:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ১০ মে ২০২৫

আমিরাতের সঙ্গে ইসরায়েলের মুক্ত বাণিজ্য চুক্তি সই

  • আপডেট সময় : ০১:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২
  • ৬৫ বার পড়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ইসরায়েল। মঙ্গলবার এটিতে উভয় পক্ষ সই করেছে। এর মধ্য দিয়ে কোনও আরব রাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করেছে ইসরায়েল। এর লক্ষ্য মধ্য প্রাচ্যের দেশ দুইটির মধ্যে বাণিজ্য সম্প্রসারণ। চুক্তিটিতে সই করেছেন ইসরায়েলের অর্থনীতি ও শিল্প বিষয়ক মন্ত্রী ওরনা বারিভিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্র আবদুল্লাহ বিন তৌক আল মারি। কয়েক মাস ধরে আলোচনার পর এই চুক্তি সই হয়েছে। আমিরাতে নিযুক্ত ইসরায়েলি দূত আমির হায়েক এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘হয়ে গেছে’। এর আগে তিনি আরও এক বার্তায় জানান, ‘সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল আগামী কয়েক ঘণ্টায় এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) সই করবে।’ তেল সমৃদ্ধ ইউএই গত ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি সই করে। এবার দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সঙ্গে একই ধরনের চুক্তি করলো দেশটি। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে এই চুক্তি করতে আলোচনা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের দেশটি। করোনাভাইরাসের মহামারির ধাক্কা কাটিয়ে উঠে অর্থনীতি শক্তিশালী করতে মরিয়া হয়ে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা চালানো শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। এর ফলে দীর্ঘদিনের আরব নীতিতে বদল আনতে হয় ইউএইকে। আরব দেশগুলো দীর্ঘদিন থেকেই বলে আসছিলো ইসরায়েলের সঙ্গে প্রতিষ্ঠার আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে। সূত্র: রয়টার্স

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমিরাতের সঙ্গে ইসরায়েলের মুক্ত বাণিজ্য চুক্তি সই

আপডেট সময় : ০১:০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ মে ২০২২

আন্তর্জাতিক ডেস্ক : সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সই করেছে ইসরায়েল। মঙ্গলবার এটিতে উভয় পক্ষ সই করেছে। এর মধ্য দিয়ে কোনও আরব রাষ্ট্রের সঙ্গে বড় বাণিজ্য চুক্তি করেছে ইসরায়েল। এর লক্ষ্য মধ্য প্রাচ্যের দেশ দুইটির মধ্যে বাণিজ্য সম্প্রসারণ। চুক্তিটিতে সই করেছেন ইসরায়েলের অর্থনীতি ও শিল্প বিষয়ক মন্ত্রী ওরনা বারিভিয়া এবং সংযুক্ত আরব আমিরাতের অর্থনীতি বিষয়ক মন্ত্র আবদুল্লাহ বিন তৌক আল মারি। কয়েক মাস ধরে আলোচনার পর এই চুক্তি সই হয়েছে। আমিরাতে নিযুক্ত ইসরায়েলি দূত আমির হায়েক এক টুইট বার্তায় তিনি লেখেন, ‘হয়ে গেছে’। এর আগে তিনি আরও এক বার্তায় জানান, ‘সংযুক্ত আরব আমিরাত এবং ইসরায়েল আগামী কয়েক ঘণ্টায় এফটিএ (মুক্ত বাণিজ্য চুক্তি) সই করবে।’ তেল সমৃদ্ধ ইউএই গত ফেব্রুয়ারিতে ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তি সই করে। এবার দ্বিতীয়বারের মতো ইসরায়েলের সঙ্গে একই ধরনের চুক্তি করলো দেশটি। ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ আরও কয়েকটি দেশের সঙ্গে এই চুক্তি করতে আলোচনা অব্যাহত রেখেছে মধ্যপ্রাচ্যের দেশটি। করোনাভাইরাসের মহামারির ধাক্কা কাটিয়ে উঠে অর্থনীতি শক্তিশালী করতে মরিয়া হয়ে দ্বিপাক্ষিক মুক্ত বাণিজ্য চুক্তির চেষ্টা চালানো শুরু করেছে সংযুক্ত আরব আমিরাত। যুক্তরাষ্ট্রের মধ্যস্ততায় ২০২০ সালের সেপ্টেম্বরে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্থাপন করে ইসরায়েল। এর ফলে দীর্ঘদিনের আরব নীতিতে বদল আনতে হয় ইউএইকে। আরব দেশগুলো দীর্ঘদিন থেকেই বলে আসছিলো ইসরায়েলের সঙ্গে প্রতিষ্ঠার আগে স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা হতে হবে। সূত্র: রয়টার্স