ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন

  • আপডেট সময় : ০২:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২
  • ৯৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে গতকাল রোববার তিনি এই অভিনন্দন বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিঠিতে শেখ হাসিনা বলেন, “প্রেসিডেন্ট পদে আপনার আসীন হওয়া এটাই বোঝায় যে আমিরাতের জনগণ ও ফেডারেল সুপ্রিম কাউন্সিল আপনার দক্ষ নেতৃত্ব ও গভীর প্রজ্ঞার উপর কতটা আস্থাবান।”
গত শুক্রবার ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যু হলে পরদিন আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে নির্বাচিত করে। নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানান শেখ হাসিনা। তিনি বলেন, “১৯৭১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক চমৎকার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ সময়ের পরীক্ষিত।
“প্রথম উপসাগরীয় দেশ হিসাবে আরব আমিরাত ১৯৭৪ সালের ১০ মার্চ বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা এই অঞ্চলে আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বগুলোর ভিত্তি।” সরকারপ্রধান বলেন, মানবসম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ,সংস্কৃতি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমাদের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। দুই দেশের বিদ্যমান সম্পর্ক যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরও সুসংহত এবং দুঢ় করার প্রত্যাশা কথা জানান প্রধানমন্ত্রী। তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, আমিরাতের জনগণের মঙ্গল ও সাফল্য কামনা করেন।
ইয়াং বাংলার নতুন সদস্য শেখ হাসিনা : দেশের সবচেয়ে বড় যুব প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এ খবর জানান বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
ফেসবুকে তিনি একটি সেলফি পোস্ট করেছেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাদওয়ানের মা শেখ রেহানাকে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর মুখে রয়েছে ইয়াং বাংলার লোগো সম্বলিত একটি মাস্ক। ছবির ক্যাপশনে রাদওয়ান মুজিব বাংলায় লিখেছেন, ‘ইয়াং বাংলার নতুন সদস্য!’
পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেক নীতি নির্ধারক, রাজনৈতিক কর্মী, যুব উদ্যোক্তাদের রাদওয়ান মুজিবের পোস্টটি শেয়ার করতে দেখা গেছে।
রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় রাদওয়ান মুজিবের পোস্টে রিঅ্যাকশন এসেছে ২০ হাজার। প্রায় ৯০০ বার শেয়ার হয়েছে এবং মন্তব্য করেছেন দেড়শ’র মতো মানুষ।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্ট্রি হিসেবে ইয়াং বাংলা ফ্ল্যাটফর্মের সার্বিক দেখভাল করে থাকেন রাদওয়ান মুজিব। দেশের উন্নয়নমূলক কর্মকা-ে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা।
প্রায় ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে পথ চলা সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ। সিআরআই থেকে জানানো হয়, “ইয়াং বাংলার স্বেচ্ছাসেবকরা প্রধানমন্ত্রীকে তাদের সর্বশেষ সদস্য হিসেবে পেয়ে অভিভূত।”
প্রতিষ্ঠার পর থেকে নিজ নিজ এলাকা ও ক্ষেত্রে সফল হওয়া যুবক ও যুব সংগঠনগুলোকে সংগঠিত ও পুরস্কৃত করে আসছে ইয়াং বাংলা। বাংলাদেশের স্বাধীনতার আইকনিক শব্দ জয় বাংলাকে ধারণ করে এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। বাংলাদেশের এই ধরনের উদ্যোগ এটাই প্রথম। এছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করতে ২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনকে স্মরণ করে ‘জয় বাংলা’ কনসার্টের আয়োজন করে আসছে ইয়াং বাংলা। তরুণদের মাঝে সাড়া ফেলা এই কনসার্টে সর্বশেষ ২০২০ সালে সরাসরি ৬০ হাজার দর্শক অংশ নেন। এছাড়া অনলাইন ও টেলিভিশনে প্রায় ২ কোটি মানুষ উপভোগ করেন কনসার্টটি। সেবছর কনসার্টে প্রথমবার যোগ দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমিরাতের নতুন প্রেসিডেন্টকে শেখ হাসিনার অভিনন্দন

আপডেট সময় : ০২:২৪:৫২ অপরাহ্ন, রবিবার, ১৫ মে ২০২২

নিজস্ব প্রতিবেদক : সংযুক্ত আরব আমিরাতের নতুন প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উভয় দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের কথা উল্লেখ করে গতকাল রোববার তিনি এই অভিনন্দন বার্তা পাঠান বলে প্রধানমন্ত্রী কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। চিঠিতে শেখ হাসিনা বলেন, “প্রেসিডেন্ট পদে আপনার আসীন হওয়া এটাই বোঝায় যে আমিরাতের জনগণ ও ফেডারেল সুপ্রিম কাউন্সিল আপনার দক্ষ নেতৃত্ব ও গভীর প্রজ্ঞার উপর কতটা আস্থাবান।”
গত শুক্রবার ৭৩ বছর বয়সে প্রেসিডেন্ট শেখ খলিফা বিন জায়েদ আল-নাহিয়ানের মৃত্যু হলে পরদিন আরব আমিরাতের ফেডারেল সুপ্রিম কাউন্সিল নতুন প্রেসিডেন্ট হিসেবে শেখ মোহাম্মদ বিন জায়েদ আল-নাহিয়ানকে নির্বাচিত করে। নতুন প্রেসিডেন্টকে অভিনন্দন জানিয়ে দুই দেশের সম্পর্ক উন্নয়নে একসঙ্গে কাজ করার প্রত্যাশা জানান শেখ হাসিনা। তিনি বলেন, “১৯৭১ সাল থেকে বিভিন্ন ক্ষেত্রে আমাদের দ্বিপক্ষীয় সহযোগিতামূলক সম্পর্ক চমৎকার। দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দীর্ঘ সময়ের পরীক্ষিত।
“প্রথম উপসাগরীয় দেশ হিসাবে আরব আমিরাত ১৯৭৪ সালের ১০ মার্চ বাংলাদেশকে স্বাধীন ও সার্বভৌম দেশ হিসাবে স্বীকৃতি দিয়েছে, যা এই অঞ্চলে আমাদের দ্বিপাক্ষিক অংশীদারিত্বগুলোর ভিত্তি।” সরকারপ্রধান বলেন, মানবসম্পদ, ব্যবসা-বাণিজ্য, বিনিয়োগ,সংস্কৃতি, শিক্ষা এবং প্রতিরক্ষাসহ বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মাধ্যমে আমাদের সুদৃঢ় দ্বিপাক্ষিক সম্পর্ক পারস্পরিক সহযোগিতার সর্বোচ্চ স্তরে পৌঁছেছে। দুই দেশের বিদ্যমান সম্পর্ক যৌথ প্রচেষ্টার মাধ্যমে আরও সুসংহত এবং দুঢ় করার প্রত্যাশা কথা জানান প্রধানমন্ত্রী। তিনি আরব আমিরাতের প্রেসিডেন্টের সঙ্গে একত্রে কাজ করার আগ্রহ প্রকাশ করে প্রেসিডেন্টের সুস্বাস্থ্য, আমিরাতের জনগণের মঙ্গল ও সাফল্য কামনা করেন।
ইয়াং বাংলার নতুন সদস্য শেখ হাসিনা : দেশের সবচেয়ে বড় যুব প্ল্যাটফর্ম ইয়াং বাংলার সদস্য হয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত শনিবার ফেসবুকে নিজের ভেরিফাইড পেইজে এ খবর জানান বঙ্গবন্ধুর দৌহিত্র ও আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের ট্রাস্টি রাদওয়ান মুজিব সিদ্দিক।
ফেসবুকে তিনি একটি সেলফি পোস্ট করেছেন, যেখানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাদওয়ানের মা শেখ রেহানাকে দেখা যাচ্ছে। প্রধানমন্ত্রীর মুখে রয়েছে ইয়াং বাংলার লোগো সম্বলিত একটি মাস্ক। ছবির ক্যাপশনে রাদওয়ান মুজিব বাংলায় লিখেছেন, ‘ইয়াং বাংলার নতুন সদস্য!’
পোস্টটি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেক নীতি নির্ধারক, রাজনৈতিক কর্মী, যুব উদ্যোক্তাদের রাদওয়ান মুজিবের পোস্টটি শেয়ার করতে দেখা গেছে।
রাত সাড়ে ১১টা পর্যন্ত পাঁচ ঘণ্টায় রাদওয়ান মুজিবের পোস্টে রিঅ্যাকশন এসেছে ২০ হাজার। প্রায় ৯০০ বার শেয়ার হয়েছে এবং মন্তব্য করেছেন দেড়শ’র মতো মানুষ।
আওয়ামী লীগের গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) ট্রাস্ট্রি হিসেবে ইয়াং বাংলা ফ্ল্যাটফর্মের সার্বিক দেখভাল করে থাকেন রাদওয়ান মুজিব। দেশের উন্নয়নমূলক কর্মকা-ে তরুণ প্রজন্মকে সরাসরি অন্তর্ভুক্ত করে তাদের নতুন ধারণা ও উদ্ভাবনগুলোকে তুলে আনার জন্যই ২০১৪ সালের ১৫ নভেম্বর আত্মপ্রকাশ করে ইয়াং বাংলা।
প্রায় ৫০ হাজারের বেশি স্বেচ্ছাসেবী এবং ৩১৫টির বেশি সংগঠনকে সঙ্গে নিয়ে পথ চলা সিআরআই এর অঙ্গ প্রতিষ্ঠান ইয়াং বাংলার সদস্য সংখ্যা বর্তমানে প্রায় ৩ লাখ। সিআরআই থেকে জানানো হয়, “ইয়াং বাংলার স্বেচ্ছাসেবকরা প্রধানমন্ত্রীকে তাদের সর্বশেষ সদস্য হিসেবে পেয়ে অভিভূত।”
প্রতিষ্ঠার পর থেকে নিজ নিজ এলাকা ও ক্ষেত্রে সফল হওয়া যুবক ও যুব সংগঠনগুলোকে সংগঠিত ও পুরস্কৃত করে আসছে ইয়াং বাংলা। বাংলাদেশের স্বাধীনতার আইকনিক শব্দ জয় বাংলাকে ধারণ করে এই পুরস্কারের নাম দেওয়া হয়েছে ‘জয় বাংলা ইয়ুথ অ্যাওয়ার্ড’। বাংলাদেশের এই ধরনের উদ্যোগ এটাই প্রথম। এছাড়া নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের চেতনা ও ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত করতে ২০১৫ সাল থেকে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের দিনকে স্মরণ করে ‘জয় বাংলা’ কনসার্টের আয়োজন করে আসছে ইয়াং বাংলা। তরুণদের মাঝে সাড়া ফেলা এই কনসার্টে সর্বশেষ ২০২০ সালে সরাসরি ৬০ হাজার দর্শক অংশ নেন। এছাড়া অনলাইন ও টেলিভিশনে প্রায় ২ কোটি মানুষ উপভোগ করেন কনসার্টটি। সেবছর কনসার্টে প্রথমবার যোগ দেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গে ছিলেন ছোট বোন শেখ রেহানা, বঙ্গবন্ধুর দৌহিত্রী সায়মা ওয়াজেদ হোসেন এবং দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।