ঢাকা ০৯:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫

আমিরকে পাকিস্তান দলে ফেরাতে কথা বলবেন অধিনায়ক বাবর

  • আপডেট সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১
  • ৯৮ বার পড়া হয়েছে

ক্রীড়া ডেস্ক : বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে গতবছরের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর থাকা ক্ষোভের জানান দিয়েছেন ২৯ বছর বয়সী এ তারকা ক্রিকেটার। তবে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজম চাইছেন, আমির যেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন। আর এটির জন্য আমিরের সঙ্গে নিজ থেকে কথা বলবেন বলেও জানিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাবর। আমিরকে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসেবেও উল্লেখ করেছেন বাবর। তিনি বলেছেন, ‘আমি এখনও অবসরের বিষয়ে আমিরের সঙ্গে কথা বলিনি। তবে সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলবো। তার কী সমস্যা হচ্ছে বা হয়েছে তা নিয়ে আলোচনা করব।’ বাবর আরও বলেন, ‘মোহাম্মদ আমির বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার। আমি তাকে খুব পছন্দ করি। আশা করছি পাকিস্তান সুপার লিগের বাকি অংশে দারুণ পারফরম্যান্স করবেন তিনি।’ আকস্মিক অবসরের আগে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। যেখানে তিন ফরম্যাট মিলে তার শিকার ২৫৯ উইকেট।

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

আমিরকে পাকিস্তান দলে ফেরাতে কথা বলবেন অধিনায়ক বাবর

আপডেট সময় : ১২:৩৬:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১ জুন ২০২১

ক্রীড়া ডেস্ক : বোর্ডের সঙ্গে মতবিরোধের কারণে গতবছরের সেপ্টেম্বরে হুট করেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন পাকিস্তান ক্রিকেট দলের বাঁহাতি পেসার মোহাম্মদ আমির। সম্প্রতি বেশ কয়েকটি সাক্ষাৎকারেও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) ওপর থাকা ক্ষোভের জানান দিয়েছেন ২৯ বছর বয়সী এ তারকা ক্রিকেটার। তবে পাকিস্তান ক্রিকেট দলের বর্তমান অধিনায়ক বাবর আজম চাইছেন, আমির যেন অবসর ভেঙে জাতীয় দলে ফেরেন। আর এটির জন্য আমিরের সঙ্গে নিজ থেকে কথা বলবেন বলেও জানিয়েছেন পাকিস্তানি অধিনায়ক। ক্রিকেট পাকিস্তানকে দেয়া এক সাক্ষাৎকারে এ কথা জানিয়েছেন বাবর। আমিরকে বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার হিসেবেও উল্লেখ করেছেন বাবর। তিনি বলেছেন, ‘আমি এখনও অবসরের বিষয়ে আমিরের সঙ্গে কথা বলিনি। তবে সুযোগ পেলেই তার সঙ্গে কথা বলবো। তার কী সমস্যা হচ্ছে বা হয়েছে তা নিয়ে আলোচনা করব।’ বাবর আরও বলেন, ‘মোহাম্মদ আমির বিশ্বের অন্যতম সেরা বাঁহাতি পেসার। আমি তাকে খুব পছন্দ করি। আশা করছি পাকিস্তান সুপার লিগের বাকি অংশে দারুণ পারফরম্যান্স করবেন তিনি।’ আকস্মিক অবসরের আগে পাকিস্তানের হয়ে ৩৬ টেস্ট, ৬১ ওয়ানডে ও ৫০ টি-টোয়েন্টি খেলেছেন আমির। যেখানে তিন ফরম্যাট মিলে তার শিকার ২৫৯ উইকেট।