নিজস্ব প্রতিবেদক : জনতা ব্যাংক লিমিটেডের প্রধান কার্যালয়ে ব্যাংকের আমানত বৃদ্ধি এবং খেলাপী ঋণ আদায়ের লক্ষে বিশেষ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ব্যাংকের এমডি অ্যান্ড সিইও বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুছ ছালাম আজাদের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় এমডি অ্যান্ড সিইও সকল ব্যবস্থাপকদের ব্যাংকের আমানত বৃদ্ধি ও খেলাপী ঋণ আদায়ে বিভিন্ন দিক নির্দেশনা দেন।
সভায় ব্যাংকের ডিএমডি মো. আব্দুল জব্বার, শেখ মো. জামিনুর রহমান, মো. কামরুল আহছান, সিএফও মো. নুরুল আলম এফসিএমএ, এফসিএ’সহ বিভাগীয় কার্যালয় ঢাকা উত্তর ও ঢাকা দক্ষিণের মহাব্যবস্থাপক/উপ-মহাব্যবস্থাপকরা ও শাখা ব্যবস্থাপকরা উপস্থিত ছিলেন।