ঢাকা ০৩:২৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৭ অগাস্ট ২০২৫

আমাদের যাপিত জীবন

  • আপডেট সময় : ১১:০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩
  • ১৫০ বার পড়া হয়েছে

ফারজানা কাশেমী : অধিকাংশ মানুষ সব সময় তার নিজের মতো করে চারপাশ দেখি ও ভাবতে শিখি। আমাদের অধিকাংশ ধ্যান-ধারণা এভাবেই লালিত হয়। সময়ের গতিতে পরিপুষ্ট হয়। বদ্ধমূল ধারণাগুলো পরিচলন বা বিকিরণের মাধ্যমে সঞ্চালন হয়।
লালিত বিশ্বাস ও ধ্যান-ধারণা প্রচলিত প্রভাবক-এর আবির্ভাবে উদ্বেলিত হয়। নেতিবাচক মনোভাব পোষণের সংকুলনটা আমাদেরকে ঘিরে থাকা বিধি ব্যবস্থার যোগানমাত্র। আর এই যোগানের চাহিদা অনুযায়ী সময় তার নিয়ামক প্রদান করে চলে। ভাবতে শেখা, বুঝতে শেখা আর বহিঃপ্রকাশ প্রতিনিয়ত যেন চারদিকের আয়োজনের সমাহার ও পরিবেশন। প্রভাবক-এর বলয়ে আচ্ছন্ন আমাদের বোধ, বুদ্ধি ও চালিকাশক্তি। সময়ের প্রয়োজনে উপস্থাপনমাত্র। খোলসসর্বস্ব জীবের জীবন। আমাদের অধিকাংশ মানুষের চিন্তা-ধারা, বুদ্ধিমত্তা, বিবেক সময়ে গতিতে আরষ্ট, রুদ্ধ, জড় ও অসার। পরিশীলন হয় অতি আবেগের উচ্চাভিলাষ। প্রভাবক-এ নিমজ্জিত আমাদের গতানুগতিক জীবনধারা। সংকীর্ণতার গোড়াপত্তন উচ্ছেদ করতে আমরা অপারগ হই। সত্য-সুন্দর-শ্বাশত কিছু আমাদের ভাবতে মানা। লালিত বিশ্বাসের বেড়াজালের গভীর শিকরে ক্রমান্বয়ে আচ্ছন্ন আমাদের যাবতীয় কর্মকা-। জীবনের নিত্য উপহার নয়, উপহারের জীবনকে বেছে নেই। যে জীবন সংস্কারহীন, পশ্চাৎপদ তাতেই গভীর আস্থা, ভাললাগা ও ভালবাসা। সময়ের তালে আমরা চলতে শিখি পুরনো শিকলে। নিত্যতার অমূল্য সঙ্গী হয় আমাদের প্রাচীন, গোত্রীয় জীবনবোধ। যতœ করে জিনিস ভালো রাখতে শিখি, কিন্তু মানুষ ভালো রাখতে শিখি না। দিনান্তে জীবন হয় সংকীর্ণতার ও সীমাবদ্ধতার দিনলিপি। প্রকান্তরে আমরা আবদ্ধ হই ঘৃণা-তাচ্ছিল্য ও প্রতিশোধের প্রচ্ছন্ন সংস্কৃতিতে।
লেখক: আইনজীবী, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আমাদের যাপিত জীবন

আপডেট সময় : ১১:০১:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ৪ জানুয়ারী ২০২৩

ফারজানা কাশেমী : অধিকাংশ মানুষ সব সময় তার নিজের মতো করে চারপাশ দেখি ও ভাবতে শিখি। আমাদের অধিকাংশ ধ্যান-ধারণা এভাবেই লালিত হয়। সময়ের গতিতে পরিপুষ্ট হয়। বদ্ধমূল ধারণাগুলো পরিচলন বা বিকিরণের মাধ্যমে সঞ্চালন হয়।
লালিত বিশ্বাস ও ধ্যান-ধারণা প্রচলিত প্রভাবক-এর আবির্ভাবে উদ্বেলিত হয়। নেতিবাচক মনোভাব পোষণের সংকুলনটা আমাদেরকে ঘিরে থাকা বিধি ব্যবস্থার যোগানমাত্র। আর এই যোগানের চাহিদা অনুযায়ী সময় তার নিয়ামক প্রদান করে চলে। ভাবতে শেখা, বুঝতে শেখা আর বহিঃপ্রকাশ প্রতিনিয়ত যেন চারদিকের আয়োজনের সমাহার ও পরিবেশন। প্রভাবক-এর বলয়ে আচ্ছন্ন আমাদের বোধ, বুদ্ধি ও চালিকাশক্তি। সময়ের প্রয়োজনে উপস্থাপনমাত্র। খোলসসর্বস্ব জীবের জীবন। আমাদের অধিকাংশ মানুষের চিন্তা-ধারা, বুদ্ধিমত্তা, বিবেক সময়ে গতিতে আরষ্ট, রুদ্ধ, জড় ও অসার। পরিশীলন হয় অতি আবেগের উচ্চাভিলাষ। প্রভাবক-এ নিমজ্জিত আমাদের গতানুগতিক জীবনধারা। সংকীর্ণতার গোড়াপত্তন উচ্ছেদ করতে আমরা অপারগ হই। সত্য-সুন্দর-শ্বাশত কিছু আমাদের ভাবতে মানা। লালিত বিশ্বাসের বেড়াজালের গভীর শিকরে ক্রমান্বয়ে আচ্ছন্ন আমাদের যাবতীয় কর্মকা-। জীবনের নিত্য উপহার নয়, উপহারের জীবনকে বেছে নেই। যে জীবন সংস্কারহীন, পশ্চাৎপদ তাতেই গভীর আস্থা, ভাললাগা ও ভালবাসা। সময়ের তালে আমরা চলতে শিখি পুরনো শিকলে। নিত্যতার অমূল্য সঙ্গী হয় আমাদের প্রাচীন, গোত্রীয় জীবনবোধ। যতœ করে জিনিস ভালো রাখতে শিখি, কিন্তু মানুষ ভালো রাখতে শিখি না। দিনান্তে জীবন হয় সংকীর্ণতার ও সীমাবদ্ধতার দিনলিপি। প্রকান্তরে আমরা আবদ্ধ হই ঘৃণা-তাচ্ছিল্য ও প্রতিশোধের প্রচ্ছন্ন সংস্কৃতিতে।
লেখক: আইনজীবী, সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ