ঢাকা ০৮:২৭ পূর্বাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

‘আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুন’

  • আপডেট সময় : ১২:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩
  • ১২৫ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ। শনিবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু বিদেশি আমাদের দেশে কুতৎপরতা চালাচ্ছে। বড় বড় দেশের সঙ্গে কিছু ছোট ছোট দেশ একত্রিত হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর একটাই কারণ, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের সামাজিক অগ্রগতি হচ্ছে। এগুলো কারো কারো সহ্য হচ্ছে না। যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আবার এ দেশের এগিয়ে যাওয়ার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের নীতি নির্ধারণ আমরা নিজেরা করবো। আমাদের নির্বাচন আমরা করবো। বাইরের কোনো হস্তক্ষেপ এখানে গ্রহণযোগ্য নয়। আমরা যেভাবে ৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, এখন আবারও তাদের এদেশ থেকে তাড়ানোর জন্য যা কিছু করার প্রয়োজন তা করবো। ড. কাজী খলীকুজ্জামান বলেন, আমাদের স্বাধীনতার জন্য আমরা খুবই গৌরবান্বিত। বিদেশিদের আহ্বান করছি, আপনারা আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুন। আমরা কোনো খবরদারি চাই না, বন্ধুত্ব চাই। যারা বন্ধু হিসেবে আসবে আমরা তাদের সহযোগিতা করবো। কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করলে প্রতিবাদ জানাবো।
সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মো. হামিদ বলেন, মুক্তিযুদ্ধের সময় যেসব বড় বড় শক্তি আমাদের বিরোধিতা করেছিল, তারাই আজকে মানবাধিকারের নামে নতুন করে সবক দিতে আসছে। আমরা বলতে চাই, আপনারা বিশ্বব্যাপী যে পরিমাণ মানবাধিকারের লঙ্ঘন করেছেন আগে সেদিকে তাকান। মানবাধিকারের জন্য আপনারা প্রকৃতপক্ষে কোনো কাজ করেননি। ‘আপনারা আপনাদের স্বার্থের জন্য মানবাধিকারকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নেবো। আমাদের সিদ্ধান্ত দেশের রাজনীতিবিদরা নেবেন। আমাদের জনগণ যে ম্যান্ডেট দেবে সে অনুযায়ী দেশ পরিচালিত হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক সমাজের সদস্য জলমল, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রফেসর মাহাবুব, রাবেয়া আক্তার, আব্দুল কুদ্দুস, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।

 

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

‘আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুন’

আপডেট সময় : ১২:৩১:১০ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

নিজস্ব প্রতিবেদক : দেশের রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ বন্ধ করার দাবিতে মানববন্ধন করেছে সম্মিলিত নাগরিক সমাজ। শনিবার (২৫ নভেম্বর) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে এ মানববন্ধন হয়।
মানববন্ধনে সম্মিলিত নাগরিক সমাজের চেয়ারম্যান ড. কাজী খলীকুজ্জামান বলেন, নির্বাচনকে সামনে রেখে কিছু বিদেশি আমাদের দেশে কুতৎপরতা চালাচ্ছে। বড় বড় দেশের সঙ্গে কিছু ছোট ছোট দেশ একত্রিত হয়ে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। এর একটাই কারণ, আমরা অর্থনৈতিকভাবে এগিয়ে যাচ্ছি, আমাদের সামাজিক অগ্রগতি হচ্ছে। এগুলো কারো কারো সহ্য হচ্ছে না। যারা একসময় বাংলাদেশের স্বাধীনতার বিরোধিতা করেছে, তারা আবার এ দেশের এগিয়ে যাওয়ার মধ্যে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করছে। তিনি আরও বলেন, আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। আমরা যুদ্ধ করে দেশ স্বাধীন করেছি। আমাদের নীতি নির্ধারণ আমরা নিজেরা করবো। আমাদের নির্বাচন আমরা করবো। বাইরের কোনো হস্তক্ষেপ এখানে গ্রহণযোগ্য নয়। আমরা যেভাবে ৭১ সালে যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছি, এখন আবারও তাদের এদেশ থেকে তাড়ানোর জন্য যা কিছু করার প্রয়োজন তা করবো। ড. কাজী খলীকুজ্জামান বলেন, আমাদের স্বাধীনতার জন্য আমরা খুবই গৌরবান্বিত। বিদেশিদের আহ্বান করছি, আপনারা আমাদের দেশে হস্তক্ষেপ বন্ধ করুন। আমরা কোনো খবরদারি চাই না, বন্ধুত্ব চাই। যারা বন্ধু হিসেবে আসবে আমরা তাদের সহযোগিতা করবো। কিন্তু হস্তক্ষেপ করার চেষ্টা করলে প্রতিবাদ জানাবো।
সম্মিলিত নাগরিক সমাজের সাধারণ সম্পাদক মো. হামিদ বলেন, মুক্তিযুদ্ধের সময় যেসব বড় বড় শক্তি আমাদের বিরোধিতা করেছিল, তারাই আজকে মানবাধিকারের নামে নতুন করে সবক দিতে আসছে। আমরা বলতে চাই, আপনারা বিশ্বব্যাপী যে পরিমাণ মানবাধিকারের লঙ্ঘন করেছেন আগে সেদিকে তাকান। মানবাধিকারের জন্য আপনারা প্রকৃতপক্ষে কোনো কাজ করেননি। ‘আপনারা আপনাদের স্বার্থের জন্য মানবাধিকারকে একটি অস্ত্র হিসেবে ব্যবহার করেছেন। আমাদের দেশের সিদ্ধান্ত আমরা নেবো। আমাদের সিদ্ধান্ত দেশের রাজনীতিবিদরা নেবেন। আমাদের জনগণ যে ম্যান্ডেট দেবে সে অনুযায়ী দেশ পরিচালিত হবে।’
এসময় আরও উপস্থিত ছিলেন সম্মিলিত নাগরিক সমাজের সদস্য জলমল, বিশ্বজিৎ ভট্টাচার্য, প্রফেসর মাহাবুব, রাবেয়া আক্তার, আব্দুল কুদ্দুস, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব প্রমুখ।