প্রত্যাশা ডেস্ক : রাশিয়া রাতারাতি তাকে পাকড়াও করে পছন্দের নেতাকে ক্ষমতায় বসিয়ে দেওয়া পরিকল্পনা করেছিল বলে দাবি করেছেন ইউক্রেইনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।
গতকাল শনিবার এক ভিডিও বার্তা জেলেনস্কি বলেন, তাদের সেনাবাহিনী রাশিয়ার ওই পরিকল্পনা ভেস্তে দিয়েছে। ‘‘আমরা তাদের পরিকল্পনা ভেস্তে দিয়েছি।” তিনি রাশিয়ার নাগরিকদের প্রতি আগ্রাসন বন্ধে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উপর আরো চাপ সৃষ্টি করার অনুরোধও করেন।
এদিন সকালে জেলেনস্কির পোস্ট করা আরো একটি ভিডিওতে তাকে কিয়েভের রাস্তায় হাঁটতে দেখা যায় বলে জানায় বিবিসি। জেলেনস্কির নিজেরই ধারণ করা এই ভিডিওটি তিনি নিজেই পোস্ট করেছেন। ভিডিওতে একটি প্রাসাদোপম বাড়ির সামনে দাঁড়িয়ে তিনি বলেন, “সব ইউক্রেইনীয়কে শুভ সকাল। অনলাইনে প্রচুর ভুয়া তথ্য ছড়াচ্ছে। আমি নাকি আমাদের সেনাবাহিনীকে অস্ত্র নামিয়ে রেখে চলে যেতে বলেছি।
“শুনুন, আমি এখানে আছি। আমরা আমাদের অস্ত্র নামিয়ে রাখছি না। আমরা আমাদের দেশকে রক্ষা করবো, কারণ আমাদের সত্যই আমাদের অস্ত্র। আর সত্য হচ্ছে, এটি আমাদের ভূমি, আমাদের দেশ, আমাদের সন্তান। “আমরা এর সবই রক্ষা করবো। এটাই আমি আপনাদের বলতে চাই। ইউক্রেইনের জন্য গর্বিত।” বৃহস্পতিবার ইউক্রেইনে হামলার পর রুশ বাহিনী দ্রুতই রাজধানী কিয়েভে পৌঁছে যায়। সেখানে এখন সর্বাত্মক যুদ্ধ হচ্ছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো শনিবার নগরীতে নতুন করে কারফিউ জারি করেছেন। স্থানীয় সময় ১৭:০০ থেকে ০৮:০০ (জিএমটি (১৫:০০ থেকে ০৬:০০) পর্যন্ত নগরীতে কারফিউ জারি থাকবে। শনিবার থেকেই যা কার্যকর হচ্ছে। এক টুইটে মেয়র ক্লিচকো বলেন, ‘‘করাফিউ চলার সময়ে সড়কে থাকা সব বেসামরিক নাগরিককে শক্রু বাহিনীর গুপ্তঘাতক বা গোয়েন্দা বলে বিবেচনা করা হবে।”
আমাকে বন্দি করার পরিকল্পনা ভেস্তে দেওয়া হয়েছে: জেলেনস্কি
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ