মুস্তফা হাবীব : চারু, আমার একটি পৃথিবী আছে,অপরূপ সুন্দর
আমি তার একমাত্র অধিপতি,রাজাধিরাজ
কারো প্রবেশে এখানে কোনো দাঁড়ি কমা নেই।
এখানে অবারিত সবুজের তরঙ্গ আছে
আছে সুশান্ত মায়াবী সাগর।
তার সীমাহীন জলে অবগাহনে
কোনো মৌন নিষেধাজ্ঞা নেই।
অঢেল স্বাধীনতা আছে এখানে
সোনার ফসল উৎপাদনে কারোই বাঁধা নেই।
সূর্যের আলো যতো পারো গায়ে মাখো,
চাঁদের কিরণে দোল খাবে, খাও।
যতো পারো আমার বন্দনায় নাচো,
আমার নামে ললিতকলা গড়বে
বেশতো! চাঁদাবাজি করবে, করো।
কিন্তু আমার সংবিধানের গায়ে
আঁচড় দেবে! জীবন বিপন্ন
বাঁচার কোনো বিকল্প পথ নেই ,অনিবার্য মৃত্যু।
এই পৃথিবী শুধু আমারই পৃথিবী
আর এই পৃথিবীর গোপন মহলে…..
হ্যাঁ চারুলতা, তুমিই আমার এক বিমূর্ত সঙ্গী।