ক্রীড়া ডেস্ক : উরুগুয়েকে হারিয়ে কোপা আমেরিকায় নিজেদের প্রথম জয়ের দেখা পেয়েছে আর্জেন্টিনা। বাংলাদেশ সময় শনিবার ভোরে উরুগুয়েকে ১-০ গোলে হারিয়েছে লিওনেল মেসিরা। আসরের প্রথম ম্যাচে ড্রয়ের পর এই জয়ে স্বস্তি ফিরেছে আর্জেন্টিনা দলে। ম্যাচ শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন আর্জেন্টাইন তারকা অ্যাঞ্জেল ডি মারিয়া। তিনি বলেন, ‘জয়ের জন্য ভাগ্যের সাহায্য লাগে, আমরা সেটাই পাচ্ছিলাম না। আজকে ভাগ্যের সাহায্য পেয়েছি।’ তিনি আরো বলেন, ‘আর্জেন্টিনা সবসময়ই শিরোপার দাবিদার। তবে ঘরের মাঠে ব্রাজিল খেলছে এবং সবকিছু খুব ভালো করছে। আমরা ধাপে ধাপে এগোচ্ছি এবং আমাদের স্বপ্ন এখনও বেঁচে আছে। আশা করি, আমরা স্বপ্নকে সত্যি প্রমাণ করতে পারব।’ আজকের ম্যাচে জয়ের ফলে ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে আছে আর্জেন্টিনা। চিলির পয়েন্টও সমান ৪। আর এক ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে প্যারাগুয়