ঢাকা ১২:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫

আমরা জাতীয় পার্টির মতো ‌‌‘পোষা রাজনীতি’ করতে আসিনি: সারজিস আলম

  • আপডেট সময় : ০৪:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫
  • ২১ বার পড়া হয়েছে

ছবি সংগৃহীত

জয়পুরহাট সংবাদদাতা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি হয়তো জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করবে, অথবা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো ‌‌‘পোষা রাজনীতি’ করতে আসিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা এনসিপির আয়োজনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দলটির প্রতীক ‘শাপলা’ নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে সারজিস আলম বলেন, আমাদের শাপলা প্রতীক দিতেই হবে। যদি না দেওয়া হয়, তবে কেন দেওয়া হবে না- তার আইনগত ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, প্রয়োজন হলে আমরা আইনিভাবে এবং রাজনৈতিকভাবে লড়াই করব।

এসময় জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ সনদে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এছাড়া জুলাই সনদে আইনি কোনো ভিত্তি না থাকায় আমরা সেখানে স্বাক্ষর করিনি।

আগামী জাতীয় নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গুম, খুন ও হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি যারা দেবে এবং যারা ‘বাংলাদেশপন্থার রাজনীতি’ করবে, তাদের সঙ্গেই জোট হওয়ার চিন্তা করবেন।

জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সমন্বয় সভায় এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২০/১০/২০২৫

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : prottashasmf@yahoo.com
আপলোডকারীর তথ্য

আমরা জাতীয় পার্টির মতো ‌‌‘পোষা রাজনীতি’ করতে আসিনি: সারজিস আলম

আপডেট সময় : ০৪:১৫:০১ অপরাহ্ন, সোমবার, ২০ অক্টোবর ২০২৫

জয়পুরহাট সংবাদদাতা: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেছেন, আগামীর বাংলাদেশে এনসিপি হয়তো জনগণের প্রতিনিধিত্ব করে সরকারি দল হিসেবে দায়িত্ব পালন করবে, অথবা একটি শক্তিশালী বিরোধী দল হিসেবে প্রতিনিধিত্ব করবে। আমরা জাতীয় পার্টির মতো ‌‌‘পোষা রাজনীতি’ করতে আসিনি।

সোমবার (২০ অক্টোবর) দুপুরে জয়পুরহাট জেলা এনসিপির আয়োজনে জেলা ও উপজেলা কমিটির সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় দলটির প্রতীক ‘শাপলা’ নিয়ে আইনি লড়াইয়ের ইঙ্গিত দিয়ে সারজিস আলম বলেন, আমাদের শাপলা প্রতীক দিতেই হবে। যদি না দেওয়া হয়, তবে কেন দেওয়া হবে না- তার আইনগত ব্যাখ্যা দিতে হবে। তিনি বলেন, প্রয়োজন হলে আমরা আইনিভাবে এবং রাজনৈতিকভাবে লড়াই করব।

এসময় জুলাই সনদে স্বাক্ষর না করার কারণ সাংবাদিকরা জানতে চাইলে তিনি বলেন, এ সনদে জনগণের আকাঙ্ক্ষা পূরণ হয়নি। এছাড়া জুলাই সনদে আইনি কোনো ভিত্তি না থাকায় আমরা সেখানে স্বাক্ষর করিনি।

আগামী জাতীয় নির্বাচনে জোট গঠন প্রসঙ্গে তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে যারা গুম, খুন ও হত্যার সঙ্গে জড়িত, তাদের বিচার নিশ্চিত করার প্রতিশ্রুতি যারা দেবে এবং যারা ‘বাংলাদেশপন্থার রাজনীতি’ করবে, তাদের সঙ্গেই জোট হওয়ার চিন্তা করবেন।

জয়পুরহাট জেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে আয়োজিত সমন্বয় সভায় এনসিপির রাজশাহী বিভাগের সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন এবং জেলা এনসিপির যুগ্ম সমন্বয়ক ওমর আলী বাবু প্রমুখ উপস্থিত ছিলেন।

এসি/আপ্র/২০/১০/২০২৫