ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, শনিবার, ০৯ অগাস্ট ২০২৫

আমরা এখন সস্তা বিনোদন খুঁজি: নওয়াজুদ্দিন

  • আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২
  • ৮৬ বার পড়া হয়েছে

বিনোদন ডেস্ক : বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। তবে তিনি বেশি সমাদৃত হয়েছেন ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমায় কাজ করে। তার অভিনীত ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কাহানি’ কিংবা ‘বাদলাপুর’; সব সিনেমার কমন বিষয় অপরাধ-রহস্য। নওয়াজ নিজেও এই ঘরানার গল্প পছন্দ করেন। খ্যাতিমান এই অভিনেতা মনে করেন, ক্রাইম থ্রিলার ঘরানার গল্পগুলো মানুষের মস্তিষ্ক সচল রাখে। তিনি বলেন, ‘আপনি যদি ষোড়শ শতকের দিকেও যান, তখনও দেখতে পাবেন, ক্রাইম থ্রিলার গল্পগুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে লেখা। পাঠকের মনোযোগ প্রবলভাবে ধরে রাখে। নির্মাতা আলফ্রেড হিচকক থেকে ঔপন্যাসিক আগাস্থা ক্রিস্টি, তাদের সবার গল্পের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে।’ নওয়াজের মতে, ক্রাইম থ্রিলার কিংবা হত্যা রহস্যের গল্পগুলো কখনও পুরোনো হবে না। কেননা, এগুলো যখনই মানুষ দেখে, তখন রহস্যটা জানার জন্য কৌতূহলী থাকে। শৈশবের কথা মনে করে তিনি বলেন, ‘ছোটবেলায় আমরা যখন রেডিওতে গল্প শুনতাম, তখন সেই গল্পের একটা কাল্পনিক দৃশ্যায়ন হতো মনে। কল্পনা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতো এবং সেটা মাথায় থেকে যেতো অনেক দিন।’ কিন্তু বর্তমানে মানুষ সস্তা বিনোদনের পেছনে ছুটছে বলে দাবি নওয়াজুদ্দিনের। আক্ষেপের সুরে তার মন্তব্য, ‘আমরা এখন সস্তা বিনোদন খুঁজি। এমনটা বলার জন্য আমি দুঃখিত যে এখনকার ছেলেমেয়েরা অনবরত এসব দেখে, কিন্তু তাদের কিছু জিজ্ঞেস করলে গুগলের দ্বারস্থ হয়। এটাই তাদের একমাত্র উপায়, কারণ এটা সহজ।’ আশঙ্কা প্রকাশ করে ‘স্যাক্রেড গেমস’ খ্যাত তারকার ভাষ্য, ‘এটা ভয়ংকর ব্যাপার যে কেউ কিছু কল্পনা বা চিন্তা করতে চাচ্ছে না। মস্তিষ্কের ব্যায়াম কিংবা এর ওপর চাপ প্রয়োগ করছে না। আমি মনে করি, এই সময়ে মানুষের অডিও গল্প শোনা উচিত, যাতে তাদের কল্পনাশক্তি বাড়ে।’ প্রসঙ্গত, নওয়াজুদ্দিন সিদ্দিকিকে সর্বশেষ দেখা গেছে ‘হিরোপান্তি ২’ সিনেমায়। গত এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এই মুহূর্তে অভিনেতার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। এরমধ্যে ‘টিকু ওয়েডস শেরু’, ‘নূরানি চেহারা’, ‘আফওয়া’, ‘জোগিরা সারা রা রা’ উল্লেখযোগ্য। সূত্র: নিউজ১৮

ট্যাগস :

যোগাযোগ

সম্পাদক : ডা. মোঃ আহসানুল কবির, প্রকাশক : শেখ তানভীর আহমেদ কর্তৃক ন্যাশনাল প্রিন্টিং প্রেস, ১৬৭ ইনার সার্কুলার রোড, মতিঝিল থেকে মুদ্রিত ও ৫৬ এ এইচ টাওয়ার (৯ম তলা), রোড নং-২, সেক্টর নং-৩, উত্তরা মডেল টাউন, ঢাকা-১২৩০ থেকে প্রকাশিত। ফোন-৪৮৯৫৬৯৩০, ৪৮৯৫৬৯৩১, ফ্যাক্স : ৮৮-০২-৭৯১৪৩০৮, ই-মেইল : [email protected]
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোববার থেকে টিসিবির পণ্য বিক্রি শুরু, ৮০ টাকায় মিলবে চিনি

আমরা এখন সস্তা বিনোদন খুঁজি: নওয়াজুদ্দিন

আপডেট সময় : ০৯:৫২:৪৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ সেপ্টেম্বর ২০২২

বিনোদন ডেস্ক : বিভিন্ন রকম চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করেছেন নওয়াজুদ্দিন সিদ্দিকি। তবে তিনি বেশি সমাদৃত হয়েছেন ক্রাইম থ্রিলার ধাঁচের সিনেমায় কাজ করে। তার অভিনীত ‘ব্ল্যাক ফ্রাইডে’, ‘গ্যাংস অব ওয়াসিপুর’, ‘কাহানি’ কিংবা ‘বাদলাপুর’; সব সিনেমার কমন বিষয় অপরাধ-রহস্য। নওয়াজ নিজেও এই ঘরানার গল্প পছন্দ করেন। খ্যাতিমান এই অভিনেতা মনে করেন, ক্রাইম থ্রিলার ঘরানার গল্পগুলো মানুষের মস্তিষ্ক সচল রাখে। তিনি বলেন, ‘আপনি যদি ষোড়শ শতকের দিকেও যান, তখনও দেখতে পাবেন, ক্রাইম থ্রিলার গল্পগুলো অত্যন্ত আকর্ষণীয়ভাবে লেখা। পাঠকের মনোযোগ প্রবলভাবে ধরে রাখে। নির্মাতা আলফ্রেড হিচকক থেকে ঔপন্যাসিক আগাস্থা ক্রিস্টি, তাদের সবার গল্পের প্রতি আমার আলাদা দুর্বলতা আছে।’ নওয়াজের মতে, ক্রাইম থ্রিলার কিংবা হত্যা রহস্যের গল্পগুলো কখনও পুরোনো হবে না। কেননা, এগুলো যখনই মানুষ দেখে, তখন রহস্যটা জানার জন্য কৌতূহলী থাকে। শৈশবের কথা মনে করে তিনি বলেন, ‘ছোটবেলায় আমরা যখন রেডিওতে গল্প শুনতাম, তখন সেই গল্পের একটা কাল্পনিক দৃশ্যায়ন হতো মনে। কল্পনা আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যেতো এবং সেটা মাথায় থেকে যেতো অনেক দিন।’ কিন্তু বর্তমানে মানুষ সস্তা বিনোদনের পেছনে ছুটছে বলে দাবি নওয়াজুদ্দিনের। আক্ষেপের সুরে তার মন্তব্য, ‘আমরা এখন সস্তা বিনোদন খুঁজি। এমনটা বলার জন্য আমি দুঃখিত যে এখনকার ছেলেমেয়েরা অনবরত এসব দেখে, কিন্তু তাদের কিছু জিজ্ঞেস করলে গুগলের দ্বারস্থ হয়। এটাই তাদের একমাত্র উপায়, কারণ এটা সহজ।’ আশঙ্কা প্রকাশ করে ‘স্যাক্রেড গেমস’ খ্যাত তারকার ভাষ্য, ‘এটা ভয়ংকর ব্যাপার যে কেউ কিছু কল্পনা বা চিন্তা করতে চাচ্ছে না। মস্তিষ্কের ব্যায়াম কিংবা এর ওপর চাপ প্রয়োগ করছে না। আমি মনে করি, এই সময়ে মানুষের অডিও গল্প শোনা উচিত, যাতে তাদের কল্পনাশক্তি বাড়ে।’ প্রসঙ্গত, নওয়াজুদ্দিন সিদ্দিকিকে সর্বশেষ দেখা গেছে ‘হিরোপান্তি ২’ সিনেমায়। গত এপ্রিলে মুক্তি পাওয়া সিনেমাটি বক্স অফিসে মুখ থুবড়ে পড়েছিল। এই মুহূর্তে অভিনেতার হাতে বেশ কয়েকটি প্রজেক্ট রয়েছে। এরমধ্যে ‘টিকু ওয়েডস শেরু’, ‘নূরানি চেহারা’, ‘আফওয়া’, ‘জোগিরা সারা রা রা’ উল্লেখযোগ্য। সূত্র: নিউজ১৮