সাতক্ষীরা সংবাদদাতা : সাতক্ষীরায় শুরু হয়েছে তিন দিনব্যাপী জেলা (আঞ্চলিক ইজতেমা) ইজতেমা। গতকাল বৃহস্পতিবার ফজরের নামাজের পর সাতক্ষীরা শহরের অদূরে বাঁকাল স্কুল মাঠে আমবয়ানের মধ্য দিয়ে শুরু হয় জেলা ইজতেমা। আগামীকাল শনিবার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে ইজতেমা। ইজতেমার প্রথম দিনে ফজরের নামাজে ইমামতি করেন হাফেজ মাওলানা মো. রফিকুল ইসলাম। নামাজ আদায়ের পর বয়ান শুরু করেন ঢাকার মুরব্বিরা। হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লিদের জন্য সেখানে ওজু, গোসল ও থাকার জায়গা ব্যবস্থা করা হয়েছে। ইজতেমা ময়দানে আজ শুক্রবার ধর্মপ্রাণ মুসল্লিরা পবিত্র জুম্মার নামাজ আদায় করবেন। জুম্মার দিন প্রায় ৩০ হাজার মানুষের আগমন হতে পারে।
জনপ্রিয় সংবাদ